দ্বিতীয় ওয়ানডেতে বাদ পড়ছেন লিটন!
Published : Tuesday, 25 May, 2021 at 12:00 AM
ব্যাটে
নেই রান, পারফরম্যান্স অধারাবাহিক। শারীরিক ভাষাতেও নেই প্রাণ। রানের ুধা
থাকলেও তাড়না দেখতে পাওয়া দুরূহ। একেকটি আউটের ধরন চোখে আঙুল দিয়ে বুঝিয়ে
দেয়, উইকেটের মূল্য তিনি বোঝেন না!
২২ গজে অস্বস্তিকর সময় কাটানো লিটন
কুমার দাশ এবার কি তাহলে বাদ পড়বেন? শুধুমাত্র প্রতিভা ও সামর্থ্যের জন্য
বারবার সুযোগ পাওয়া। কালেভদ্রে জ্বলে ওঠে তার ব্যাট। পরিসংখ্যান একেবারেই
হতশ্রী। নির্বাচকরা আস্থা রাখেন বারবার। কোচ বলেন ভাগ্যের কথা। কিন্তু নানা
অজুহাতে আর কতদিন?
ঘরোয়া ক্রিকেটে রানের ফোয়ারা ছুটিয়ে লিটন জাতীয় দলে
থাকলেও প্রত্যাশা পূরণ করতে পারেননি। ৪৩ ওয়ানডেতে মাত্র ২৮.৮৭ গড়ে ১১৫৫ রান
তারই প্রমাণ দিচ্ছে। সবশেষ শ্রীলঙ্কার বিপে প্রথম ওয়ানডেতে রানের খাতা
খোলার আগেই আউট। জিম্বাবুয়ের বিপে ক্যারিয়ার সেরা ১৭৬ রানের ইনিংসের পর ৭
ইনিংসে মোট রান ৭৬। নামের পাশে আছে তিনটি শূন্য।
এমন পারফরম্যান্সের পর
তার সুযোগ কী মিলবে? বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন রীতিমতো বিরক্ত।
লিটনকে বাদ দেওয়ার কথা তিনি বলেননি। তবে ওপেনিং পজিশনে ডানহাতি
ব্যাটসম্যানকে দেখতে চান না তিনি, ‘ও সব সময় পাঁচ-ছয় নম্বরের ব্যাটসম্যান।
টি-টোয়েন্টিতে ওপেন করতে পারে, তবে এমনিতে পাঁচ-ছয় নম্বরের।’
তবে লিটনের
বাদ পড়ার বিষয় উড়িয়ে দিলেন না জাতীয় নির্বাচক হাবিবুল বাশার সুমন, ‘যখন
কেউ লম্বা সময় ধরে পারফর্ম করতে পারে না, তাকে নিয়ে কথা উঠবে। বাদও পড়বে।
এটা অবশ্যই নতুন বিষয় নয়। লিটনের েেত্রও ব্যতিক্রম কিছু হচ্ছে না। অনেক দিন
ধরেই রান পাচ্ছে না। আমাদের হাতে অপশন আছে। আমরা চিন্তা করবো।’