পুরো
দেশে চলছে তাপদাহ। এই অবস্থায় কিছুণের জন্য বাইরে থাকাটাই খুব কঠিন।
সেখানে ৮ ঘণ্টা মাঠে ক্রিকেট খেলাও তো বেশ কষ্টসাধ্য ব্যাপার! প্রথম
ওয়ানডেতে যার প্রভাব পড়তেও দেখা গেছে। প্রচুর ঘামের কারণে পেশীর ক্র্যাম্প
হয়েছিল মোস্তাফিজুর রহমানের। তাই এমন কন্ডিশনকে ক্রিকেটের জন্য আদর্শ
হিসেবে দেখছেন না মুশফিকুর রহিম।
শ্রীলঙ্কাকে প্রথম ওয়ানডেতে ৩৩ রানে
হারাতে অন্যতম ভূমিকা ছিল অভিজ্ঞ এই উইকেটকিপার ব্যাটসম্যানের। ৮৪ রানের
ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কারও জেতেন তিনি।
তীব্র গরম নিয়ে পুরস্কার
বিতরণী মঞ্চে মুশফিক বলেছেন, ‘সত্যি বলতে, এটা ক্রিকেটের জন্য আদর্শ
কন্ডিশন নয়। শুধু গরম লাগা নয়, ভেতর থেকে অনেক কিছুই শুষে নেয় এমন কন্ডিশন।
প্রচ- হিউমিডিটি, অনেক ঘাম ঝরে। প্রতিটি বলে মনোযোগ ধরে রাখতে হয়।’
অথচ
তীব্র গরমের মাঝেও ভালো করতে নিজেদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছেন
মোস্তাফিজ, মিরাজ, সাকিবরা। সেজন্য সতীর্থদের কৃত্বিতও দিয়েছেন মুশফিক,
‘আমাদের ক্রিকেটারদেরই সব কৃতিত্ব, তারা খুব ভালো সামলেছে। বিশেষ করে
বোলাররা- মিরাজ অসাধারণ ছিল, মোস্তাফিজ ও সাকিবও তাকে যোগ্যসঙ্গ দিয়েছে।’
আগে
ব্যাটিং করে বাংলাদেশ দল সংগ্রহ করে ২৫৭ রান। মুশফিকের ৮৪ রান ছাড়াও
তামিমের ৫২, মাহমুদউল্লাহর ব্যাট থেকে এসেছে ৫৪ রান। এমন ইনিংস খেলার পর
মুশফিক জানালেন ব্যাটিংটা মোটেও সহজ ছিল না, ‘ব্যাটিংয়ের জন্য এই উইকেট খুব
সহজ নয়। শুরতে লিটন ও সাকিবকে হারিয়ে আমরা একটু চাপে ছিলাম। তবে তামিম সেই
সময় খুব ভালো ব্যাট করেছে, যে কারণে আমি সময় নিয়ে এগিয়ে যেতে পেরেছি।
রিয়াদ (মাহমুদউল্লাহ) ভাইও খুব ভালো ব্যাট করেছেন। সব মিলিয়ে এটা ভালো
ম্যাচ ছিল, কারণ লম্বা সময় পর আমরা ঘরের মাঠে ওয়ানডে ম্যাচ খেলেছি।’