৯৯৯-এ ফোন, পাচার করা ত্রাণের সাড়ে ১৩ মণ চাল উদ্ধার
Published : Tuesday, 25 May, 2021 at 12:00 AM
জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর ফোনে বগুড়া ধুনট থানা এলাকা থেকে সরকারি খাদ্য সহায়তা ত্রাণের পাচার হওয়া সাড়ে ১৩ মণ (৫৪০ কেজি) চাল উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৪ মে) ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সোমবার সকাল সাড়ে ১০টায় ৯৯৯ নম্বরে একজন কলার নাম-পরিচয় গোপন রাখার শর্তে বগুড়ার ধুনট থানার শিকাচি ইউনিয়নের সুলতানহাটা গ্রাম থেকে ফোন করে জানান, সেখানে এক চাল ব্যবসায়ীর গুদামে সরকারি খাদ্য সহায়তার চাল পাচার করার উদ্দেশ্যে লুকিয়ে রাখা হয়েছে।
আনোয়ার সাত্তার আরও বলেন, ৯৯৯ থেকে সংবাদ পেয়ে ধুনট থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায় এবং গুদাম তল্লাশি করে খাদ্য অধিদফতরের সিল মারা সরকারি খাদ্য সহায়তার ১৮ বস্তা চাল, প্রতি বস্তা ৩০ কেজি করে মোট ৫৪০ কেজি চাল উদ্ধার করে। গুদামের মালিক একই গ্রামের নাসির পলাতক।
এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন এবং গুদাম মালিককে আটকের প্রচেষ্টা চলছে বলেও জানান তিনি।