ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টের আসামীসহ গ্রেপ্তার ৭
Published : Tuesday, 25 May, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন ।। কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ও বিজিবির অভিযানে মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত নারীসহ ৭ জনকে গ্রেপ্তার করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহার নির্দেশে থানার একটি আভিযানিক দল উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় আভিযানিক দল উপজেলার শশীদল ইউনিয়নের মল্লিকাদিগী গ্রামের রঞ্জু মিয়ার ছেলে সুমন মিয়া, একই গ্রামের রঞ্জু মিয়ার ছেলে সুজন মিয়া, রঞ্জু মিয়ার ছেলে ওয়াছ আলী, রঞ্জু মিয়ার ছেলে হুমায়ন মিয়া, একই গ্রামের ওয়ারেন্টভুক্ত নারী আসামী নোমান মিয়ার স্ত্রী শাহিনুর বেগমকে তাদের নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে থানায় বিভিন্ন মামলায় ওয়ারেন্ট ছিল বলে পুলিশ জানায়। অপরদিকে শশীদল বিওপির ক্যাম্প কমান্ডারের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানি হাবিলদার মোঃ জালাল উদ্দিনের নের্তৃত্বে উপজেলার ব্রাহ্মণপাড়া-রামচন্দ্রপুর সড়কে রাস্তায় এক ব্যক্তিকে দাড়িয়ে থাকতে দেখে তাকে সন্দেহ হয়। বিজিবি দেখে দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করে তার হাতে থাকা প্লাস্টিকের বেগে ৪ বোতল স্কাফ সিরাপ এবং ১টি ক্যান বিয়ারসহ উপজেলার ব্রাহ্মণপাড়া থানাধীন দূর্গাপুর গ্রামের মোঃ জাহাঙ্গীর আলমের ছেলে মোঃ স্বপন মিয়া (১৮) কে আটক করে থানা পুলিশের হাতে হস্তান্তর করে। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা করেছে পুলিশ। সোমবার সকালে আসামীদের কোর্টের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে। থানার (ওসি) অপ্পেলা রাজু নাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।