ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় জাতীয় কবির ১২২তম জন্মবার্ষিকী পালন
Published : Tuesday, 25 May, 2021 at 2:30 PM
কুমিল্লায় জাতীয় কবির ১২২তম জন্মবার্ষিকী পালনমাসুদ আলম।।
ভার্চ্যুয়াল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে কুমিল্লায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে মঙ্গলবার সকালে কুমিল্লা শিল্পকলা একাডেমী চত্বরের ‘চেতনায় নজরুল’ ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে অয়োজিত কর্মসূচী অনুযায়ী জাতীয় কবির স্মরণে ‘চেতনায় নজরুল’-এ কুমিল্লা জেলা প্রশাসন, কুমিল্লা জেলা পুলিশ, জেলা শিল্পকলা একাডেমী, নজরুল পরিষদ, নজরুল ইন্সটিটিউট কুমিল্লা কেন্দ্রসহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন, কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান, নজরুল পরিষদের সাধারণ সম্পাদক অশোক বড়ুয়া, কুমিল্লার নজরুল গবেষক ড. আলী হোসেন চৌধুরী, শাহজাহান চৌধুরী, কুমিল্লার কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদ প্রমুখ।
এদিকে কবি কাজী নজরুল ইসলামের কুমিল্লায় আগমনের শতবর্ষ পূর্তি হয়েছে এবছর। ১৯২১ সালের এপ্রিলে প্রথমবারের মতো কুমিল্লায় এসেছিলেন প্রেম ও দ্রোহের কবির নজরুল। কবির কুমিল্লায় আগমনের মাহেন্দ্রক্ষণকে রাঙ্গিয়ে দিতে নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছিলো কুমিল্লায়। কিন্তু করোনা পরিস্থিতির কারণে স্থগিত করা হয়েছে সব আয়োজন। তবে ফুলেল শ্রদ্ধা আর ভার্চ্যুয়াল আলোচনা সভা ও সাংস্কৃতিক আয়োজনের মধ্যে কবিকে স্মরণ করা হয়।