ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ঝড়ের আগে দেশে নৌযান চলাচল বন্ধ
Published : Wednesday, 26 May, 2021 at 12:00 AM
ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এর কারণে সারাদেশে নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিকালে তা বন্ধ ঘোষণা হয়েছে বলে বিআইডব্লিউটিএর উপ পরিচালক মিজানুর রহমান জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুই নম্বর সতর্ক সংকেত রয়েছে। এই সংকেতে ৬৫ ফুটের বড় নৌযান চলাচল করতে পারে। কিন্তু বাড়তি সতর্কতা এবং কোনো ধরনের প্রাণহানি যাতে না ঘটে, সে জন্য এই ঘোষণা।”
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নদীপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে বলে তিনি জানান।
করোনাভাইরাস মহামারীকালে বিধিনিষেধের কারণে সাত সপ্তাহ বন্ধ থাকার পর যাত্রীবাহী লঞ্চ চলাচল একদিন আগেই শুরু হয়েছিল।
বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘ইয়াস’ গতিবেগ বাড়িয়ে এগিয়ে যাচ্ছে ভারতের ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলের দিকে।
এখন পর্যন্ত ঝড়ের যে গতিপথ, তাতে বাংলাদেশে তা সরাসরি আঘাত করবে না বলে পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়াবিদরা।
তবে এর প্রভাব বলয়ের মধ্যে উপকূলীয় এলাকা রয়েছে। আর পূর্ণিমার জোয়ারের সময় ঝড়টি উপকূলে আছড়ে পড়লে উঁচু জলোচ্ছ্বাস হতে পারে।
বুধবার দুপুর নাগাড় এই ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ ও ওড়িষ্যার পারাদ্বীপের মাঝামাঝি এলাকা দিয়ে স্থলভাগে উঠে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।