ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
টিসিবির পণ্যে উপকৃত হয়েছেন ১৩ কোটির বেশি মানুষ
Published : Wednesday, 26 May, 2021 at 12:00 AM
গত ১৫ মাসে দেশের প্রায় সাড়ে তিন কোটি পরিবারে সাশ্রয়ী দামে ৬টি নিত্যপণ্য পৌঁছে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এসব নিতপণ্যের মধ্যে রয়েছে— ভোজ্যতেল, চিনি, মশুর ডাল, পেঁয়াজ, ছোলা, আলু এবং খেজুর। এতে করে দেশের  ১৩ কোটির বেশি মানুষ সরাসরি উপকৃত হয়েছেন। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এই সেবা দিয়েছে।
মঙ্গলবার (২৫ মে) বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, টিসিবি ২০২০ সালের মার্চ থেকে ২০২১ সালে মে মাস পর্যন্ত ২ লাখ ৩৩ হাজার ৭৯৪  মেট্রিক টন পণ্য দেশের ৩ কোটি ৩৩ লাখ ২৩ হাজার ৬টি পরিবারের কাছে সাশ্রয়ীমূল্যে বিক্রি করা হয়েছে। এতে উপকৃত হয়েছেন ১৩ কোটি ৩৩ লাখ মানুষ। পণ্যগুলোর মধ্যে রয়েছে— সয়াবিন তেল, চিনি, মশুর ডাল, পেঁয়াজ, ছোলা, আলু এবং খেজুর।
বাণিজ্য মন্ত্রণালয় জানায়, টিসিবির এই কার্যক্রমের ফলে বাজারে বিভিন্ন নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক থাকার পাশাপাশি এ সকল পণ্যের বাজারে মোটামুটি স্থিতিশীলতা বিরাজ করেছে। বাণিজ্য মন্ত্রণালয়ের পর্যালোচনায় দেখা গেছে, গত একবছরে বিশেষ করে রমজান মাসে ভোজ্যতেল ব্যতীত অন্যান্য সকল পণ্যের বাজারদর মোটামুটি স্থিতিশীল ছিল। শুধুমাত্র ভোজ্যতেলের বাজারদর এ সময় বেশ খানিকটা বৃদ্ধি পায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও  বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন দফতর ও সংস্থা নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন নিয়মিতভাবে বিভিন্ন পণ্যের বাজার পরিস্থিতি পর্যালোচনা করছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর দেশব্যাপী নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি, টিসিবি ট্রাক সেলের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে নি¤œ আয়ের মানুষের কাছে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য পৌঁছে দিয়েছে।