আসছে আলোর পহর গ্রাম হবে শহর-মেরী
Published : Wednesday, 26 May, 2021 at 12:00 AM
তিতাস প্রতিনিধিঃ
কুমিল্লা-২(হোমনা-তিতাস) আসনের এমপি সেলিমা আহমাদ মেরী বলেছেন, আসছে আলোর পহর গ্রাম হবে শহর। তিনি আরো বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেই পরিমাণ উন্নয়ন করেছেন, অতীতে বিএনপি জামাত সরকারের আমলে এমন উন্নয়ন দেশে হয়নি।
এমপি সেলিমা আহমাদবলেন, আজ সারা দেশে বয়স্ক ভাতা বিভিন্ন সময় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী ও নগদ অর্থ পৌঁছে দিচ্ছেন। মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত তিতাস উপজেলায় ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও ভূমিহীনদের আশ্রায়ন প্রকল্প পরিদর্শন পূর্বে পৃথক তিনটি পথসভায় এমপি সেলিমা আহমাদ মেরী উপরোক্ত কথা গুলি বলেন।
এসময় সাথে ছিলেন তিতাস উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.শওকত আলী, সাধারণ সম্পাদক মহসিন ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী নাছির উদ্দিন,শেখ ফরিদ প্রধান, সাংগঠনিক সম্পাদক আলম সরকার, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক সাইফুল আলম মুরাদ, ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, নারান্দিয়া ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সালাহ উদ্দিন, কলাকান্দি ইউপি চেয়ারম্যান হাবিবুল্লাহ বাহার, বলরামপুর ইউপি চেয়ারম্যান নুর নবী ও ভিটিকান্দি ইউপি চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা, বলরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।