চান্দিনায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
Published : Saturday, 29 May, 2021 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর।
কুমিল্লার চান্দিনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। এতে বালক ও বালিকা উভয় গ্রুপে অনুর্ধ্ব ১৭ বছর বয়সি ছেলে-মেয়েরা অংশ গ্রহণ করার কথা রয়েছে।
শুক্রবার (২৮ মে) সকাল ১০টায় চান্দিনা উপজেলা সদরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ওই টুর্নামেন্ট উদ্বোধন করেন প্রধান অতিথি সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি।
টুর্ণামেন্টের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিভীষণ কান্তি দাশের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রুবাইয়া খানম, চান্দিনা পৌরসভার সাবেক মেয়র মো. মফিজুল ইসলাম, প্যানেল মেয়র আব্দুর রব, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
শুক্রবার অনুষ্ঠিত ৩টি ম্যাচে বাতাঘাসী ইউনিয়ন একাদশকে ৪-০ গোলে পরাজিত করে নবাবপুর ইউনিয়ন একাদশ, এতবারপুর ইউনিয়ন একাদশকে ১-০ গোলে পৌরসভা একাদশ এবং ট্রাইব্রেকারে বরকরই ইউনিয়ন একাদশকে ৫-৪গোলে পরাজিত করে বিজয়ী হয় জোয়াগ ইউনিয়ন একাদশ।
উপজেলা স্কাউটস কমিশনার কমল বক্সী’র সঞ্চালনায় খেলা পরিচালনা করেন উপ-কমিটির আহবায়ক অধ্যাপক গৌতম কুমার দেব শ্যামল, সদস্য আব্দুল বারেক।
দেবীদ্বার এস,এ সরকারী কলেজ’র সাবেক ভিপি ও শিক্ষক সৈয়দ আহমেদ’র দাফন সম্পন্ন