দেবীদ্বার এসএ সরকারি কলেজের সাবেক ভিপি ও শিক্ষক সৈয়দ আহমেদের দাফন সম্পন্ন
Published : Saturday, 29 May, 2021 at 12:00 AM
এবিএম আতিকুর রহমান বাশার ঃ
দেবীদ্বার সুজাত আলী সরকারী কলেজের সাবেক ভিপি ও শরীর চর্চা শিক্ষক সৈয়দ আহমেদ (৭৮) আর নেই। তিনি বৃহস্পতিবার দিবাগত রাত ১.৩০টায় বার্ধক্যজনিত ও দীর্ঘ নানা জটিল রোগে আক্রান্ত হয়ে দেবীদ্বার পৌর এলাকার বড়আলমপুর গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে...রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ৩ মেয়ে, বহু আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদ জুম্মা মরহুমের শেষ কর্মস্থল দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজ মাঠে প্রথম জানাজা ও নিজ গ্রাম বড়আলমপুর দক্ষিণপাড়া ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্তানে দাফন সম্পন্ন করা হয়।
দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজ মাঠে আয়োজিত জানাযার পূর্বে সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশারের সঞ্চালনায় মরহুমের বর্ণাঢ্য রাজনৈতিক ও কর্মজীবন নিয়ে স্মৃতিচারণ করেন দেবীদ্বার সুজাত আলী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আবু হানিফ, সাবেক অধ্যাপক মো. মোতালেব হোসেন ভূঁইয়া, কলেজ শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক মো. নজরুল ইসলাম, সাবেক ছাত্র নেতা দেবীদ্বার এসএ সরকারি কলেজের প্রথম ব্যাচের ছাত্র মো. আব্দুস সালাম সরকার, সাবেক ছাত্র নেতা ও উপজেলা আ’লীগ নেতা লুৎফর রহমান বাবুল, সাবেক দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজ ছাত্র সংসদের এজিএস ও বিএনপি উপজেলা সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম পাঠান, ছাত্র সংসদের সাবেক ভিপি মো. গোলাম মোস্তফা, সাবেক ভিপি মো. ময়নাল হোসেন প্রমুখ।
জানাজার নামাজ পড়ান দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজ মসজিদের পেশ ইমাম মাওলানা হাজী মো. ছিদ্দিকুর রহমান।
বড়আলমপুর নিজ গ্রামে দ্বিতীয় জানাজায়, মরহুমের জীবনকর্ম নিয়ে মো. শাহজালাল জুয়েলের সঞ্চালনায় স্মৃতিচারণ করেন আ’লীগ কুমিল্লা উত্তর জেলা সাধারন সম্পাদক হাজী মো. রোশন আলী মাষ্টার, আ’লীগ কুমিল্লা উত্তর জেলা সাংগঠনিক সম্পাদক, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সভাপতি হাজী মো. হুমায়ুন কবির, দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজের সাবেক ভিপি ও আ’লীগ নেতা আব্দুল মতিন মূন্সী, পৌর আ’লীগ সভাপতি হাজী আবুল কাসেম চেয়ারম্যান, দেবীদ্বার সুজাত আলী সরকারী কলেজের সাবেক ভিপি হাজী মো. গিয়াস উদ্দিন চেয়ারম্যান, সাবেক ব্যাংক কর্মকর্তা লায়ন্স মো. সফিকুল ইসলাম, দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজের সাবেক ভিপি মো. বাবুল হোসেন রাজু, জাফরগঞ্জ মীর আব্দুল গফুর কলেজের প্রভাষক সাইফুল ইসলাম শামিম, কমিশনার সহিদুল ইসলাম, নিহতের ছোট ভাই ছাবের আহমেদ প্রমুখ। জানাজার নামাজ পড়ান হাফেজ মাওলানা মো. ইব্রাহীম খলিল। জানাজা শেষে মরহুমের পারিবারিক গোরস্তানে দাফন সম্পন্ন করা হয়।