সিলেটে এক ঘণ্টার ব্যবধানে পর পর চারবার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।
শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটে, ১০টা ৫১ মিনিটে, বেলা ১১টা ২৯ মিনিটে ও ১১টা ৩৪ মিনিটে মৃদু ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট।
এদিকে এক ঘণ্টার মধ্যে চারবার কম্পনে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাদের নিরাপদ আশ্রয়ের জন্য ছুটাছুটি করতে দেখা গেছে। অনেকেই সড়কে গাড়ি রেখে নেমে পড়েন।
তবে সিলেট আবহাওয়া অফিস জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ও রিখটার স্কেলের মাত্রা জানা গেছে; তাদের মতে ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেট। এখানে রিখটার স্কেলে কম্পনের সর্বোচ্চ মাত্রা ছিল ৪ দশমিক ১। ভূমিকম্পে সিলেটের কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সিলেট আবহাওয়া অফিসের প্রধান আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বলেন, আমরা সিলেট স্টেশন থেকে ভূমিকম্পের বিষয়টি অবহিত হয়েছি। ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেট। এখানে রিখটার স্কেলে কম্পনের সর্বোচ্চ মাত্রা ছিল ৪ দশমিক ১।
সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা যীশু তালুকদার জানান, ভূমিকম্পে প্রাথমিকভাবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।