ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
পর্যটন কেন্দ্র চালু রাখার দাবিতে কুয়াকাটায় মানববন্ধন
Published : Saturday, 29 May, 2021 at 7:48 PM
পর্যটন কেন্দ্র চালু রাখার দাবিতে কুয়াকাটায় মানববন্ধন পর্যটন শিল্প ও পর্যটন বিনিয়োগকারীদের বাঁচাতে স্বাস্থ্যবিধি মেনে পর্যটন কেন্দ্র চালু রাখার দাবিতে কুয়াকাটায় মানববন্ধন করেছে সংশ্লিষ্টরা। শনিবার বিকেল সাড়ে ৪টায় ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) এ কর্মসূচির আয়োজন করে।

প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে টুরিস্ট গাইড, হোটেল রেস্টুরেন্ট ব্যবসায়ী, টুরিস্ট বোট অ্যাসোসিয়েশন, সৈকতের ছাতা বেঞ্চ, ফিস ফ্রাই শুটকি, ঝিনুক ব্যবসায়ীরাসহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
এ সময় বক্তব্য দেন ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা টোয়াক’র প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, সাধারণ সম্পাদক কাজী সাঈদ, ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা টোয়াক’র সেক্রেটারি জেনারেল সাংবাদিক আনোয়ার হোসেন আনু, জহিরুল ইসলাম মিরন প্রমুখ।

বক্তারা বলেন, স্বাস্থ্যবিধি মেনে দেশের সকল ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প কলকারখানা চালু থাকলেও পর্যটন শিল্প বন্ধ থাকায় চরম সংকটে রয়েছেন ব্যবসায়ীরা। তাই পর্যটন শিল্প ও পর্যটন বিনিয়োগকারীদের বাঁচাতে স্বাস্থ্যবিধি মেনে পর্যটন কেন্দ্র চালু রাখার দাবি জানান তারা।