শাহীন আলম, দেবিদ্বার।
কুমিল্লার দেবিদ্বারের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট (বালিকা) উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকালে সাড়ে ৪টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজনে এবিএম গোলাম মোস্তফা স্টেডিয়ামে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাকিব হাসানের সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্যে বাংলাদেশ দুতাবাসে নিযুক্ত প্রথম শ্রেণীর সচিব মো. নাজমুস সাকিব, দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান, জাফরগঞ্জ ইউপি চেয়ারম্যান মো. সোহরাব হোসেন, রসুলপুর ইউপি চেয়ারম্যান মো. কামরুল হাসান।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. ময়নাল হোসেন ভিপির পরিচালনায় উদ্বোধনী টুর্নামেন্ট পরিচালনা করেন। মো. ময়নাল হোসেন ভিপি বলেন, উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট (বালিকা) উদ্বোধন করা হয়েছে। ১৬টি ইউনিয়নের অংশ গ্রহনে ১৬টি পৃথকভাবে বালক ও বালিকা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট (বালিকা) উদ্বোধনের মাধ্যমে শিশুদের ক্রীড়াপ্রেমী হিসেবে গড়ে তোলা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর এমন উদ্যোগে শিশুরা খেলার প্রতি আগ্রহ বাড়াচ্ছে। আমি সকল খেলোয়ার ও যারা খেলা পরিচালনা করছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এ সময় বিভিন্ন সাংবাদিক ও ফুটবল টুর্নামেন্টের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন, জাফরগঞ্জ ইউনিয়ন বনাম রসুলপুর ইউনিয়ন। খেলায় ৫-০ গোলে রসুলপুর ইউনিয়নকে পরাজিত করে জাফরগঞ্জ ইউনিয়ন।