কুমিল্লা চেম্বার অব কমার্সের পরিচালক হওয়ায় এমদাদ মজুমদারকে সংবর্ধনা
Published : Sunday, 30 May, 2021 at 12:00 AM
প্রদীপ মজুমদার :
কুমিল্লা জেলার ব্যবসায় খাতের শীর্ষ সংগঠন কুমিল্লা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রির নতুন কমিটিতে অন্যতম পরিচালক নির্বাচিত হওয়ায় লালমাই উপজেলার মেহেরকুল দৌলতপুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের পক্ষ থেকে বিদ্যালয় প্রাঙ্গণে এমদাদুল হক মজুমদারকে গতকাল শনিবার সংবর্ধনা দেওয়া হয়। এমদাদুল হক মজুমদার দৌলতপুর গ্রামের মরহুম এরশাদ মজুমদারের পুত্র ও সাবেক সংসদ সদস্য মরহুম অধ্যক্ষ আবুল কালাম মজুমদারের ভ্রাতুষ্পুত্র। এডভোকেট জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর পরিচালক কুমিল্লা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রির সভাপতি সিআইপি মাসুদ পারভেজ খান ইমরান। প্রধান অতিথি বলেন, ‘তরুণ নেতৃত্ব যত সফল হবে, আমাদের এগিয়ে যাওয়া ততই ত্বরান্বিত হবে। তিনি প্রয়াত নেতা অধ্যক্ষ কালাম মজুমদারের স্মৃতি চারণ করে বলেন এই অঞ্চলের মানুষের শিক্ষা, সংস্কৃতি, ব্যবসা বাণিজ্য সকল ক্ষেত্রে ওনার অবদানের কথা তুলে ধরেন। ব্যবসায়ীদের সকল সহযোগিতার আশ্বাস দেন।
সংবর্ধিত এমদাদুল হক মজুমদার বলেন দক্ষিণ কুমিল্লায় প্রথম আমাকে কুমিল্লা চেম্বারের পরিচালক করা হয়েছে এই সুনাম অক্ষুণœ রাখতে সব সময় ব্যবসায়ী মহল সহ সকলের পাশে থেকে কাজ করবো। তিনি মরহুম অধ্যক্ষ আবুল কালাম মজুমদারের আত্মার মাগফেরাত কামনা করে সকলের কাছে দোয়া চান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজফ্রোর পরিচালক ইউসুফ জামিল স্বপন, অধ্যাপক আবদুল জলিল, সমবায় কর্মকর্তা জামাল হোসেন, আজহারুল মজুমদার, প্রধান শিক্ষক তোফাজ্জেল হোসেন মজুমদার, নুরুল ইসলাম চেয়ারম্যান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল বারী মজুমদার, আলহাজ্ব সামছুল হক মুন্সি, ইঞ্জঃ শাহজাহান, আবদুল মান্নান, প্রধান শিক্ষক খোরশেদ আলম, আবু তাহের মেম্বার,কাউসার হাসান প্রমুখ ।