ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়া চিলেকোঠা রেস্টুরেন্ট এন্ড রিসোর্টের উদ্বোধন  
Published : Sunday, 30 May, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন।। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রেলস্টেশনের পাশে মনোরম পরিবেশে শুক্রবার বিকেলে চিলেকোঠা রেস্টুরেন্ট এন্ড রিসোর্টের শুভ উদ্বোধন করা হয়।
উক্ত রিসোর্ট সেন্টারের উদ্বোধন করেন ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী জসিম উদ্দিন জসিম। উপস্থিত ছিলেন মল্লিকা এক্সপ্রেস এর চেয়ারম্যান ও মিডিয়া ব্যক্তিত্ব আবু ছায়েব বাপ্পি। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ছাত্র লীগের নেতা মোঃ রুবেল মিয়া।
উল্লেখ শশীদল রেলস্টেশনের পাশে চিলেকোঠা রেস্টুরেন্ট এন্ড রিসোর্ট সেন্টার টি মনোরম পরিবেশে উন্নত মানের খাবার এবং বিভিন্ন অনুষ্ঠান করার ব্যবস্হা রয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ রিসোর্টে ইতিমধ্যে হাজার হাজার নারী-পুরুষ শিশুসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনের উপস্থিতি সকলের নজর কেরেছে।