চলতি সপ্তাহে রোগী বেড়েছে ২২ শতাংশ
Published : Sunday, 30 May, 2021 at 12:00 AM
গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা ও রোগী শনাক্ত বেড়েছে। তবে কমেছে সুস্থতার হার ও মৃত্যু হার। শনিবার ( ২৯ মে) স্বাস্থ্য অধিদফতর সপ্তাহভিত্তিক বিশ্লেষণে এ তথ্য জানিয়েছে।
অধিদফতর জানায়, চলতি সপ্তাহে ( ২৩ মে থেকে ২৯ মে) পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১০ লাখ ৯ হাজার ৬৫১টি। আর গত সপ্তাহে ( ১৬ মে থেকে ২২ মে) পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১০ লাখ ৩ হাজার ১২১টি। অর্থাৎ গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে নমুনা পরীক্ষার হার বেড়েছে ছয় দশমিক ৩৩ শতাংশ।
একইভাবে চলতি সপ্তাহে রোগী শনাক্ত হয়েছেন নয় হাজার ৬৬০ জন আর গত সপ্তাহে রোগী শনাক্ত হন সাত হাজার ৯৩০ জন। আগের সপ্তাহের চেয়ে চলতি সপ্তাহে রোগী শনাক্তে হার বেড়েছে ২১ দশমিক ৮২ শতাংশ।
তবে নমুনা পরীক্ষা ও রোগী শনাক্তের হার বাড়লে চলতি সপ্তাহে তার আগের সপ্তাহের চেয়ে সুস্থতার হার ও মৃত্যুহার কমেছে।
অধিদফতর জানায় চলতি সপ্তাহে রোগী সুস্থ হয়েছেন সাত হাজার ৬১০ জন আর গত সপ্তাহে সুস্থ হয়েছিলেন আট হাজার ৩৬৩ জন। সুস্থতার হার হ্রাস পেয়েছে নয় শতাংশ। একইভাবে চলতি সপ্তাহে করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছেন ২০১ জন আর গত সপ্তাহে মারা গেছেন ২২৪ জন।
চলতি সপ্তাহে আগের সপ্তাহের চেয়ে মৃত্যুহার কমেছে ১০ দশমিক ২৭ শতাংশ।