ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
শিদলাই প্রবাসী ঐক্য ফোরামের উদ্বোধন উপলক্ষে বিশেষ অনুষ্ঠান
Published : Sunday, 30 May, 2021 at 12:00 AM, Update: 30.05.2021 12:48:10 AM
শিদলাই প্রবাসী ঐক্য ফোরামের উদ্বোধন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানইসমাইল নয়ন।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা শিদলাই প্রবাসী ঐক্য ফোরাম এর শুভ উদ্ভোধন উপলক্ষে বিশেষ অনুষ্ঠান শনিবার বিকেল ৩ টায় শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শিদলাই প্রবাসী ঐক্য ফোরামের সহ-সভাপতি মোঃ শাহিন আলম ও আন্তর্জাতিক সম্পাদক মোঃ সবুর সরকারের পরিচালনায় শুভ উদ্ভোধন করেন আওয়ামী লীগের এ্যান ও সমাজ কল্যান বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য শাহজালাল মোল্লা।শিদলাই প্রবাসী ঐক্য ফোরামের সভাপতি মোঃ ফারুক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন মোস্তফা কামাল। প্রধান বক্তা ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিদলাই আমীর হোসেন জোবেদা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, শিদলাই আশরাফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুমিনুল হক,মাওলানা রুহুল আমীন (পীর সাহেব), ইউপি চেয়ারম্যান মোহাম্মদ গিয়াস উদ্দিন, সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন সরকার, ও নাজিম উদ্দিন সরকার, যুবলীগ নেতা মশিউল আলম সোহাগ আবু মুসা মোল্লা ও ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন মিশনসহ প্রবাসী ঐক্য ফোরামের সদস্যবৃন্দ। সবশেষে শিদলাই প্রবাসী ঐক্য ফোরামের সদস্যদের দেওয়া নগদ অর্থ দুঃস্থ ও অসহায়দের মাঝে বিতরণ করেন অতিথিবৃন্দ।