তানভীর দিপু।।
কুমিলা তিতাস উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো ৩ জন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার( ৩ জুন) ভোর ৪টা ৪৫ মিনিটে হোমনা-গৌরিপুর সড়কের মৌটুপী সিকদার রোড এলাকায়।আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে তিতাস স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। পরে কর্তব্যরত ডাক্তার আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল প্রেরণ করেন। আহতদের মধ্যে বর্তমানে ২জন মুমূর্ষু অবস্থায় নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছে।
নিহতরা হলেন তিতাস উপজেলার কাকিয়া খালি গ্রামের শ্রী নারায়ণ দাস (৪২) ও শ্রী লক্ষণ দাস (৪৫)। তারা দুইজনই মাছ ব্যবসায়ী ছিলেন।
নিহতদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার ভোরে পিক-আপ যোগে গৌরিপুর মাছের আড়ৎ থেকে মাছ ক্রয় উদ্দেশ্যে রওনা দেয় নারায়ণ দাস ও লক্ষণ দাস সহ ৫/৬। যাওয়ার পথে হোমনা টু গৌরিপুর সড়কের মৌটুপী সিকদার রোড এলাকায় পৌঁছলে পিক-আপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজির সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত ও ৩জন আহত হন৷ স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করলে পরে কর্তব্যরত ডাক্তার মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল প্রেরণ করা হয়। খবর পেয়ে পুলিশ পিক-আপ ও সিএনজি জব্দ করে।
এবিষয়ে এসআই আব্দুল করিম জানান, মরদেহ উদ্ধার করে ডাক্তার সার্টিফিকেট এর মাধ্যমে বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।