নওগাঁয় জেলা প্রশাসনের এক সপ্তাহের বিশেষ লকডাউন শুরু হয়েছে। জেলায় পুলিশ রয়েছে সতর্ক অবস্থায়। এদিকে বাস চলাচল বন্ধ থাকলেও মানুষ পায়ে হেঁটে চলাচল করছে।
বৃহস্পতিবার (৩ জুন) সকাল থেকে শহরের বিভিন্ন স্থানে ব্যারিকেড দিয়ে পুলিশের চেকপোস্ট বসানো হয়।
এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিধিনিষেধ অমান্য করে চলাচল করা মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনকে (সিএনজি ও ভ্যান) জরিমানা করা হচ্ছে।
এর আগে বুধবার (২জুন) করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় জেলা প্রশাসক হারুন অর রশীদ এক সংবাদ সম্মেলনে এক সপ্তাহের লকডাউনের ঘোষণা দেন। যা আগামী ৯ জুন রাত পর্যন্ত চলবে।
জানা যায়, নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় করোনা সংক্রমণের হার বেড়েই চলেছে। নিয়ামতপুর উপজেলার পাশের জেলা চাঁপাইনবাবগঞ্জ। সীমান্তবর্তী জেলা হওয়ায় সেখানে করোনা সংক্রমণের হার বেশি রয়েছে।
এদিকে গত ৩০ মে জেলায় করোনা ভাইরাস সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় মন্ত্রিপরিষদ বিভাগে এক স্মারকে নির্দেশনা দেয়া হয়। সে নির্দেশনা মোতাবেক গত ১ জুন জেলার করোনা পরিস্থিতি মোকাবেলায় করণীয় শীর্ষক এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্তক্রমে করোনা ভাইরাসের সংক্রমণ রোধকল্পে ১৫টি নির্দেশনা গ্রহণ করা হয়।