ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বাজেটে আইসিটি খাতে বরাদ্দ ১ হাজার ৭২১ কোটি টাকা
Published : Thursday, 3 June, 2021 at 7:57 PM
বাজেটে আইসিটি খাতে বরাদ্দ ১ হাজার ৭২১ কোটি টাকা২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ বরাদ্দ পেলো ১ হাজার ৭২১ কোটি টাকা। এই বরাদ্দ গত অর্থবছরের তুলনায় ৩০৬ কোটি টাকা বেশি।

এবারের বাজেটে আইসিটি বিভাগের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১ হাজার ৭২১ কোটি টাকা। গত অর্থবছরে এ বিভাগের জন্য প্রস্তাবিত বাজেট ছিল এক হাজার ৪১৫ কোটি টাকা।
তবে গত অর্থবছরে সংশোধিত বাজেটে আইসিটি বিভাগের বরাদ্দ ছিল ১ হাজার ৩১ কোটি টাকা। ওই  হিসাবে সংশোধিত বাজেট বরাদ্দের তুলনায় এবারের বরাদ্দ প্রস্তাব ৬৯০ কোটি টাকা বেশি।