ব্রাহ্মণপাড়ায় মা ও শিশু জেনারেল হাসপাতালের উদ্বোধন
Published : Friday, 4 June, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
?কুমিল্লার
ব্রাহ্মণপাড়া উপজেলায় ব্র্যাক অফিস সংলগ্ন মা ও শিশু জেনারেল হাসপাতালের
উদ্বোধন বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। মা ও শিশু জেনারেল হাসপাতালের
চেয়ারম্যান আবদুল্লাহ আল মাসুম ভূইয়া (রাসেল) এর সভাপতিত্বে দীর্ঘভূমি উচ্চ
বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ ইমাম উদ্দিন আখন্দ ও হাসপাতালের পরিচালক
মাজারুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন
ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের,
বাংলাদেশ মেডিকেল কলেজর অধ্যক্ষ প্রফেসার ডাঃ নওসের আলম উপজেলা পরিষদ ভাইস
চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম সুজন, ব্রাহ্মণপাড়া সদর ইউপি চেয়ারম্যান হাজী
জসিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মনিরুল হক,
কেন্দ্রীয় জাতীয় পাটির সদস্য মোঃ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে বক্তারা গ্রামের
সাধারণ মানুষের মাঝে সঠিক চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া জন্য ব্রাহ্মণপাড়া মা
ও শিশু জেনারেল হাসপাতাল পরিচালনা সদস্যদের আহবান জানান। উদ্বোধনী
অনুষ্ঠানটি সার্বিক ভাবে তত্ত্বাবধানে ছিলেন মোঃ ফিরোজ মিয়া ও মোঃ ইমরুল
হাসান?এসময় হাসপাতালের কর্মকতা, কর্মচারি, এলাকার বিভিন্ন পল্লী চিকিৎসক ও
শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।
কুবিতে সশরীরে পরীক্ষা শুরু ১৩ জুন
তানভীর সাবিক, কুবি
স্বাস্থ্যবিধি
মেনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আটকে থাকা সেমিস্টার পরীক্ষাগুলো
আগামী ১৩ জুন থেকে সশরীরে নেওয়া শুরু হবে। আজ বৃহস্পতিবার বিকালে
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বিশ্ববিদ্যালয়ের
রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের বলেন, একাডেমিক
কাউন্সিলের (শিক্ষা পরিষদ) সিদ্ধান্ত অনুযায়ী ১৩ জুন থেকে ধাপে ধাপে নেওয়া
হবে স্নাতক ও স্নাতকোত্তরের চূড়ান্ত পরীক্ষা। তবে প্রথম ধাপে বিভিন্ন
বিভাগের আটকে থাকা পরীক্ষাগুলো নেওয়া হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে বিভিন্ন
বর্ষের পরীক্ষা নেওয়া হবে। এক্ষেত্রে বিভাগগুলো নিজেদের শিক্ষা পরিষদের
সভায় বিভিন্ন বর্ষের পর্যায়ক্রম নির্ধারণ করবেন।
বিশ্ববিদ্যালয়ের
পরীক্ষা নিয়ন্ত্রক নুরুল করীম চৌধুরী জানান, আগেরবার যেভাবে স্বাস্থ্যবিধি
মেনে সশরীরে পরীক্ষা নেওয়া হয়েছিল, এবারও সেভাবে পরীক্ষা নিতে রুটিন তৈরির
জন্য একাডেমিক ভবনভিত্তিক দায়িত্ব দেওয়া হয়েছে। তারা পরীক্ষা দপ্তরে রুটিন
পাঠালে সে অনুযায়ী পরীক্ষা নেওয়া শুরু হবে। শিক্ষার্থীদের সময় বাঁচাতে
একাডেমিক কাউন্সিলের সভায় ফলাফল প্রকাশিত হওয়ার আগেই পরের সেমিস্টারের
পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তও হয়েছে।
উলেখ্য, করোনা মহামারির কারণে গত
বছরের ১৭ মার্চ থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। তবে ৬
জুলাই থেকে দাপ্তরিক কার্যক্রম ও স্বাস্থ্যবিধি মেনে ২০ ডিসেম্বর থেকে
স্নাতক ও স্নাতকোত্তরের সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা নেওয়া শুরু করে। করোনা
প্রকোপ বৃদ্ধি পাওয়ায় শিক্ষা মন্ত্রণালায়ের নির্দেশনা অনুযায়ী চলতি বছরের
২৩ ফেব্রুয়ারি পুনরায় সব ধরনের পরীক্ষা কার্যক্রম স্থগিত করে বিশ্ববিদ্যালয়
প্রশাসন।