ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ডাকাতির প্রস্তুতিকালে চান্দিনায় আটক ৬
Published : Friday, 4 June, 2021 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর:
কুমিল্লার চান্দিনায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের ৬ সদসকে আটক করেছে পুলিশ। বুধবার (২ জুন) মধ্যরাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চান্দিনা উপজেলার বড় গোবিন্দপুর রাস্তার মাথায় মহাসড়কে ডাকাতির প্রস্তুতি কালে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি সুইচ গিয়ার, রামদা, ২টি ছোরা, কুড়াল, রড কাটার সহ বিভিন্ন দেশীয় অস্ত্র জব্দ করা হয়।বৃহস্পতিবার (৩ জুন) বিকেলে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়।
আটককৃতরা হলো- কুমিল্লার মুরাদনগর উপজেলার মো. জসিম এর ছেলে আরিফ (২১), ঘোড়ালিয়া গ্রামের নায়েব আলীর ছেলে মো. সামির (২৪), দেবিদ্বারের রসুলপুর গ্রামের ফিরোজ সওদাগরের ছেলে আবুল (৩০), চাঁদপুর জেলার কচুয়া উপজেলার সাচার হাতিরবোন গ্রামের মৃত আবু তাহের এর ছেলে মো. পারভেজ (২২), একই গ্রামের মৃত পাপন মিয়ার ছেলে সুমন (২০), চট্টগ্রামের বাকলিয়া উপজেলার রাজাখালী গ্রামের মো. আক্কাস এর ছেলে জসিম উদ্দিন (২৬)।
চান্দিনা থানার এস আই গিয়াস উদ্দিন জানান, রাত্রিকালীন টহলরত অবস্থায় মহাসড়কের গোবিন্দপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তাদেরকে আটক করি। এদের মধ্যে একজন পালিয়ে যায়। আটককৃতদের মধ্যে ২জনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এছাড়া পলাতক ডাকাত সদস্যের বিরুদ্ধেও একাধিক ডাকাতি মামলা রয়েছে।
চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামস্উদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, আটককৃতদের বিরুদ্ধে চান্দিনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।