দেবিদ্বারে স্বেচ্ছাসেবক দলের ৩২ নেতার পদত্যাগ
Published : Friday, 4 June, 2021 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার ||
কুমিল্লার দেবিদ্বারে ত্যাগী নেতাদের মূল্যায়ন না করে কমিটি ঘোষণার প্রতিবাদে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদ্য ঘোষিত উপজেলার আহ্বায়ক কমিটির ১৯ সদস্য ও পৌর কমিটির ১৩ জনসহ মোট ৩২জন সদস্য পদত্যাগ করেছেন।
বুধবার বিকালে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় অফিসে দলের কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক আব্দুল্লাহ আল-মামুনের হাতে সদস্যদের স্বাক্ষরিত পদত্যাগ পত্র জমা দেন তারা। এর আগে উপজেলার স্বেচ্ছাসেবক দল ও পৌর স্বেচ্ছাসেবক দলের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। পদত্যাগ পত্র জমা দেয়ার মধ্যে উপজেলা স্বেচ্ছাসেবক দলের ৫ জন যুগ্ম-আহ্বায়ক, ১৪ জন সদস্য এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়কসহ ৪ জন যুগ্ম আহবায়ক সদস্য সচিবসহ ৭ জন সদস্য রয়েছেন। পদত্যাগকারী একাধিক নেতা জানান, দলীয় কাঠামো ভঙ্গ, ত্যাগী নেতাদের অবমূল্যায়ন, পকেট কমিটিতে অযোগ্যদের পদায়নসহ নানা কারণে তারা পদত্যাগ করেছেন। পদত্যাগকারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোশারফ হোসেন ভূঁইয়া ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. আবুল বাশার জানান, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি আল এমরান খান ও সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন তৃণমূলের নেতা কর্মীদের অবমূল্যায়ন করে অযোগ্যদের দিয়ে এ পকেট কমিটি ঘোষণা করেন। এ কমিটিতে দলের জন্য যারা নিবেদীত ও নির্যাতিত তাদের বাদ দেয়া হয়েছে। হঠাৎ করে কমিটি ঘোষণার বিষয়ে আমরা কেউ অবগত নই। যাদের দিয়ে এ কমিটি ঘোষনা করা হয়েছে তাদের দিয়ে দেবিদ্বার উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দল পরিচালনা করা সম্ভব না। তাই আমরা কেন্দ্রীয় অফিসে এসে দলের কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক আব্দুল্লাহ আল-মামুনের হাতে সদস্যদের স্বাক্ষরিত পদত্যাগ পত্র জমা দিয়েছি। আমরা এ অযোগ্য কমিটি ঘোষণার প্রতিবাদ ও নিন্দা জানাই।
এব্যাপারে জানতে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি আল-ইমরান খানের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি জরুরি সভায় রয়েছেন বলে লাাইন কেটে দেন। সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বলেন, কেন্দ্রীয় নেতাদের পরামর্শ ও নির্দেশ অনুযায়ী কমিটির ঘোষনা করা হয়েছে। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের বিভাগীয় টিম ও কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের নেতারা যাচাই-বাছাই করেই যোগ্য নেতাদের কমিটিতে স্থান দিয়েছেন বলেও তিনি জানান।