চিলির সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করলো আর্জেন্টিনা
Published : Saturday, 5 June, 2021 at 12:00 AM
বিশ্বকাপ
বাছাইয়ে চিলির সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে বাধ্য হয়েছে আর্জেন্টিনা।
শুক্রবার সকালে নিজেদের মাঠে ১-১ গোলে ড্র করে লিওনেল মেসির নেতৃত্বাধীন
দলটি। রক্ষণাত্মক ফুটবলে আর্জেন্টিনাকে আটকে দিয়ে পয়েন্ট আদায় করে নেয়
চিলি।
খেলার দুটি গোলই হয়েছে প্রথমার্ধে। চিলির ডিফেন্ডার গিলমেরো
মারিপান বক্সের মধ্যে লটারো মার্টিনেজকে ফেলে দিলে ভিএআর প্রযুক্তির
সাহায্য নিয়ে পেনাল্টি পায় আর্জেন্টিনা। আর তা থেকে শট নিয়ে প্রথম গোলটি
করেন লিওনেল মেসি। বর্ষীয়ান গোলরক্ষক ক্লদিও ব্রাভোকে ফাঁকি দিয়ে ডান দিক
দিয়ে তিনি বল জালে পাঠিয়ে দেন। এর কিছুক্ষণ পরে ম্যাচে সমতা আনেন চিলির
আলেক্সিস সানচেস। পরে আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ জমে উঠলেও শেষ পর্যন্ত
ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় দুই দলকেই।
লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ
বাছাইয়ে শুক্রবার সকালে সান্তিয়াগাতো দেল এস্ত্রোর ইউনিক স্টেডিয়ামে
মুখোমুখি হয় চিলি ও আর্জেন্টিনা। ২৪তম মিনিটে ঠা-া মাথায় পেনাল্টির গোলে
দলকে এগিয়ে নেন মেসি।
পিছিয়ে পড়ার পর বাড়তি এনার্জি নিয়ে আক্রমণে মরিয়া
হয়ে ওঠে চিলি। অতিরিক্ত আক্রমণাত্মক হতে গিয়ে বেশ কিছু শক্ত ফাউল করে বসে
চিলি। আর তা নিয়েই আর্জেন্টিনার ওপর চাপ বাড়াতে থাকে। ৩৬তম মিনিটে সমতা
ফেরায় চিলি। চার্লেস আরানগেসের ফ্রি কিক থেকে পাওয়া বল কাজে লাগিয়ে বল জালে
পাঠান সানচেস।
দ্বিতীয়ার্ধে দুই দল সাবধানী শুরু করায় কমে যায় খেলার
গতি। শেষের দিকে আজেন্টিনা আক্রমণের গতি বাড়ালেও চিলির রক্ষাকর্তা হয়ে ওঠেন
গোলরক্ষক ব্রাভো। লিওনেল মেসির তিনটি শট ঠেকিয়ে দেন তিনি।
বিশ্বকাপ
বাছাই পর্বের পাঁচ ম্যাচে দ্বিতীয় ড্র নিয়ে মাঠ ছাড়া আর্জেন্টিনা ১১ পয়েন্ট
নিয়ে দুই নম্বরে রয়েছে। ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল। শনিবার
তারা মুখোমুখি হবে ৯ পয়েন্ট নিয়ে তিনে থাকা একুয়েডরের। আগামী বুধবার
কলম্বিয়ার মাঠে খেলবে আর্জেন্টিনা। একই দিন বলিভিয়ার বিপক্ষে ঘরের মাঠে
খেলবে চিলি।