ভারত-ওমানের বিপক্ষে সোহেলকে পাবে না বাংলাদেশ
Published : Saturday, 5 June, 2021 at 12:00 AM
আফগানিস্তানের
বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচে ইনজুরিতে পড়েছেন
মিডফিল্ডার সোহেল রানা। শেষ পর্যন্ত ছিটকেই যান তিনি। খেলতে পারবেন না পরের
দুই ম্যাচে ভারত ও ওমানের বিপক্ষে।
শুক্রবার বিকেলে এক বিবৃতি দিয়ে
বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। খেলা চলাকালীন
সোহেল বাঁ হাতে ব্যথা পান; এমরআই রিপোর্টে চিড় ধরা পড়ায় ছিটকে যান দল থেকে।
বিবৃতিতে
বাফুফে জানায়, 'বাংলাদেশ জাতীয় ফুটবল দল এর মিডফিল্ডার সোহেল রানা গতকাল
০৩-০৬-২০২১ তারিখে আফগানিস্তান এর বিপক্ষে খেলা চলাকালীন বাম হাতে ব্যথা
পান। ম্যাচ শেষে হাসপাতালে তার এক্স রে ও এমআরআই করা হয়। রিপোর্টে তার
হাতে চিড় ধরা পড়ে। ফলে "ফিফা ওয়ার্ল্ড কাপ কাতার ২০২২” ও “এএফসি এশিয়ান কাপ
চায়না ২০২৩ (প্রিলিমিনারি জয়েন্ট রাউন্ড -২)” এর পরের দুই ম্যাচ খেলতে
পারবে না সোহেল রানা।'
এই ম্যাচে দারুণ খেলেছে বাংলাদেশ। জয় না পেলেও
১-১ গোলে ড্র করে হাসিমুখে মাঠ ছাড়ে লাল সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশের
হয়ে একমাত্র গোলটি করেন তপু বর্মণ।