এবার বর্ণ বৈষম্য নিয়ে মুখ খুললেন পাকিস্তানি বংশোদ্ভূত অজি ক্রিকেটার ওসমান খাজা। প্রথম মুসলিম হিসেবে অস্ট্রেলিয়ার হয়ে ২০১১ সালে অভিষেক হয় তার।
পাকিস্তান থেকে খুব অল্প বয়সে অস্ট্রেলিয়ায় পাড়ি জমাবার পর ক্রিকেট শুরু করেন খাজা।
তবে বারবারই তাকে শুনতে হয়েছে শ্বেতাঙ্গ না হওয়ায় অস্ট্রেলিয়া জাতীয় দলে তিনি কখন সুযোগ পাবে না। দলের মধ্যে একেবারেই মানানসই নন খাজা এমন কথাও তাকে মেনে নিয়ে এগুতে হয়েছে তাকে।
বর্ণবিদ্বেষী বিদ্রূপের সামনে পড়ে অনেক সময় প্রাপ্য সুযোগ থেকেও বঞ্চিত হন খাজা। তবে এখন অবশ্য সেই পরিস্থিতির পরিবর্তন হচ্ছে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার হয়ে ৪৪ টেস্ট খেলা এই ক্রিকেটার ওসমান খাজা।