ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
Published : Saturday, 5 June, 2021 at 8:23 PM
ব্রাহ্মণপাড়ায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধনইসমাইল নয়ন ॥
    কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৫ জুন) সকাল ১০টায় ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবু হাসনাত মো. মহিউদ্দিন মবিন।
    এ সময় তিনি, ভিটামিন-এ’র অভাবে বিভিন্ন শারীরিক সমস্যা উপস্থাপন করে বক্তব্য বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, এবার ব্রাহ্মণপাড়া উপজেলায় মোট ৩৭ হাজার ১শ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১টি স্থায়ী ও উপজেলার ৮টি ইউনিয়নের ১৯২ টি অস্থায়ী ক্যাম্পে ৬-১১ মাস বয়সী ৪ হাজার ১শ জন শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন 'এ' ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৩৩ হাজার শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত দু’সপ্তাহব্যাপী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও উপজেলার সকল অস্থায়ী ক্যাম্পে এই ক্যাম্পেইন চলবে। পরে কয়েকজন শিশুকে নীল ও লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়।