ব্রাহ্মণপাড়া ইউপি সদস্য হত্যা মামলার আসামী গ্রেফতার
Published : Wednesday, 16 June, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন ।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ১৫ জুন ভোর রাতে সাহেবাবাদ ইউনিয়ন পরিষদের মেম্বার খলিল হত্যা মামলার আসামীকে বারেশ্বর এলাকা থেকে গ্রেফতার করে। জানাগেছে গত ৬ মে রাতে সাহেবাবাদ বাজার সংলগ্ন রাস্তার উপর দোকান ভাড়া ও বিদ্যু বিল নিয়ে বিরোধ সৃষ্টি হয়ে সংঘর্ষ হয়। এ সময় হামলাকারীদের হামলায় সাহেবাবাদ গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে খলিল খান মেম্বার, তার ভাই পইরম খান,তার ছেলে শাকিব খান আহত হয়।আহতদের এলাকাবাসী উদ্ধার করে প্রথমে ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। খলিল খান ও পইরম খানের অবস্থা অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে কুমেক হাসপাতালে রেফার করে। খলিল খান মেম্বারের অবস্থা আরও অবনতি হলে উক্ত হাসপাতালের কর্তব্যরত ডাক্তার খলিল খানকে ঢাকা মেডিকের কলেজ হাসপাতালে রেফার করে। চিকিৎসাধীন অবস্থায় খলিল খান মেম্বার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ মে মারা যায়।এই ব্যপারে খলিল খানের ভাই মোঃ আবদুল জলিল বাদী হয়ে ১৭ জনকে আসামী করে ব্রাহ্মণপাড়া থানায় একটি মামলা দায়ের করে। উত্ত মামলার এজাহারনামীয় আসামী সাহেবাবাদ গ্রামের আবদুল মজিদের ছেলে মোঃ রফিকুল ইসলামক (২৮) কে ব্রাহ্মণপাড়া থানার এস আই শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে গ্রেফতার করে। এ ব্যপারে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্য অপ্পেলা রাজু নাহা গ্রেফতারকৃত আসামী জেল হাজতে প্রেরনে সততা নিশ্চিত করেন।