ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবিদ্বারে ইটভাটায় বিদ্যুৎপৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
Published : Wednesday, 16 June, 2021 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার ||
কুমিল্লার দেবিদ্বারে ইটভাটার তারে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে সৈয়দ আহমেদ নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ জুন) দুপুরে উপজেলার কুরুইন এলাকার ভাই ভাই  ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সৈয়দ আহমেদ (৪২) ওই গ্রামের বাসিন্দা। বিদ্যুৎপৃষ্টে তার শরীরের প্রায় ৬০ শতাংশ পুড়ে যায়। ঘটনাটি একটি প্রভাবশালী মহল স্থানীয়ভাবে মীমাংসা করার চেষ্টা করেছেন বলেও অভিযোগ রয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিহত সৈয়দ আহমেদের স্ত্রী শিরিনা বেগম দেবিদ্বার থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন বলে জানান  মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. সোহরাব হোসেন ভূঁইয়া।  
স্থানীয় সূত্রে জানা গেছে, দুুপুরে দুটি গরুর বাছুর নিতে কুরুইন গ্রামের ভাই ভাই ইটভাটায় আসে সৈয়দ আহমেদ। পরে ইটভাটার একটি বিদ্যুতিক তার কয়লার ঘরে পিছনে পানিতে পরে থাকায় অসাবধানবশত: ওই পানিতে পা দিতেই সৈয়দ আহমেদ বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
একাধিক স্থানীয়রা বলেন, গ্রামের ভিতর এভাবে একটি ইটভাটা গড়ে উঠায় স্থানীয় এলাকাবাসীরা ক্ষুব্ধ। এ ইটভাটার কর্তৃপক্ষের অবহেলায় এখানে বিভিন্ন সময়ে এ নানা দুর্ঘটনা ঘটে। পরে তারা তা অর্থের বিনিময়ে ধামাচাপা দেয়। ভাটার বৈদ্যুতিক তার লাইন থেকে ছিঁড়ে মাটিতে পড়ে ছিলো এগুলো ভাটা কর্তৃপক্ষের নজরে আসেনি  যার কারণে এক দরিদ্র কৃষককে প্রাণ দিতে হলো। একাধিক বাসিন্দা আরও জানান, এ ভাটাটি পরিবেশ  অধিদপ্তরের  কোন রকম নিয়মনীতির তোয়াক্কা না করে চালিয়ে আসছিলেন মো. ময়নাল হোসেন। এটি বন্ধেরও কয়েকবার নোটিশ করা হয়েছিলো কি কারণে তা করা হচ্ছেনা তা আমাদের জানা নেই।   
নিহতের ছোট ভাই রাশেদুল ইসলাম জানান, দুপুরে দুটি বাছুর আনতে গিয়েছিলেন বড় ভাই সৈয়দ আহমেদ। ভাই ভাই ইটভাটার কয়েকটি বৈদ্যুতিক তার লাইন থেকে ছুটে মাটিতে পড়ে ছিলো। ওই তারে পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
ভাই ভাই ইটভাটার মালিক মো. ময়নাল হোসেন মোবাইল ফোনে জানান, এটি একটি আর্থিং তার। সকালেও তারটি ভালো ছিলো। সৈয়দ আহমেদের শরীরে লেগে তারটি ছিঁড়ে গেলে আর্থিং তারে বিদ্যুৎ চলে আসে। আমি এখন থানায় আছি।   
মামলার তদন্ত কর্মকর্তা খবর উপপরিদর্শক মো. সোহরাব হোসেন ভূঁইয়া জানান, বৈদ্যুতিক তারে পিষ্ট হয়ে সৈয়দ আহমেদ মারা যান। বিনা ময়নাতদন্তে স্বামীর লাশ দাফনের আবেদন করেছেন তার স্ত্রী শিরিনা বেগম। এ বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষ বিবেচনা করে সিদ্ধান্ত নিবেন।