সংযুক্ত আরব আমিরাতে চলছে স্থগিত হয়ে যাওয়া পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অবশিষ্ট ম্যাচগুলো।
আর টুর্নামেন্ট শুরুর সপ্তাহ পার না হতেই জুয়াড়িদের নজর পড়েছে পিএসএলে।
পিএসএল নিয়ে বাজি ধরার দায়ে পাকিস্তানে গ্রেফতার হয়েছেন দুই জুয়াড়ি।
বুধবার লাহোর থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে ক্রিক এডিক্টর নামের একটি ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট।
গ্রেফতার জুয়াড়িদের নাম - মির্জা আদিল ও শাকির বাইগ। তাদের কাছে থেকে সাতটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। বিপুল অঙ্কের টাকাও পাওয়া গেছে তাদের কাছ থেকে।
লাহোরের পুলিশ কর্মকর্তা কামার আহমেদ স্থানীয় সংবাদমাধ্যমে বলেন, 'লাহোরের কোট লাখপাত থেকে হাতেনাতে দুই জুয়াড়িকে গ্রেফতার করেছি। আগে থেকেই তাদের ওপর নজরদারি ছিল আমাদের। গ্রেফতারের সময় চলমান পিএসএল নিয়ে তারা বাজি ধরায় ব্যস্ত ছিলেন। এ দুজনকে জেরায় গোটা চক্রকে গ্রেফতারের জন্য মাঠে নেমেছে পুলিশ।'
প্রসঙ্গত গত ফেব্রুয়ারিতে পাকিস্তানে পিএসএলের ষষ্ঠ আসর শুরু হয়েছিল। কিন্তু দুই সপ্তাহ না যেতে টুর্নামেন্টটিতে করোনার হানা পড়ে। বায়ো বাবল সুরক্ষায়ও ১১ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হলে গত ৪ মার্চ টুর্নামেন্ট স্থগিত করে দিতে বাধ্য হয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
আসরের বাকি ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত হচ্ছে। আগামী ২৪ জুন ফাইনাল ম্যাচের মাধ্যমে এই আসরের পর্দা নামবে।