ফুটবলবিশ্ব যখন ইউরো ও কোপা আমেরিকায় মেতে আছে, ঠিক তখনই স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ থেকে পতন ঘটতে যাচ্ছে এক নক্ষত্রের।
রিয়াল মাদ্রিদের সঙ্গে ১৬ বছরের সম্পর্কের ইতি টেনেছেন দলটির সেরা ডিফেন্ডার সার্জিও রামোসের।
এ মৌসুমের পর রামোস আর রিয়ালে থাকছেন না বলে নিজেদের ওয়েবসাইটে নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ ক্লাব।
বেশ কিছু দিন ধরে রামোসের দিনগুলো মোটেই ভালো যাচ্ছিল না।চোটে জর্জর হয়ে লা লিগার গত মৌসুমে রিয়ালের ম্যাচগুলোতে তার উপস্থিতি কম ছিল। এদিকে দেশের হয়েও দলে ঠাঁই হয়নি এ ডিফেন্ডারের।
তাকে ইউরো কাপের লড়াইয়ে স্পেন দলের স্কোয়াডে রাখেননি লুইস এনরিক।
গোলডটকম জানিয়েছে, রামোসকে সম্মান জানাতে বিদায়ী সংবর্ধনার আয়োজন করেছে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ক্লাব সভাপতি ফ্লেরেন্তিনো পেরেজের উপস্থিতিতে হবে এ আয়োজন।
স্পেনের বিভিন্ন মিডিয়ার খবর, বেশ কিছু দিন ধরে ক্লাবের সঙ্গে বনিবনা হচ্ছিল না রামোসের। ম্যাচে কম উপস্থিতির কারণে তার বর্তমান পারিশ্রমিকের ১০ শতাংশ কমিয়ে দেওয়ার কথা বলেছিল ক্লাব। বিষয়টিকে চরম অপমানের জানিয়ে ক্লাবের সঙ্গে যুদ্ধ করে আসছিলেন রামোস। অবশেষে ক্লাবের সঙ্গে বিচ্ছেদ ঘটালেন তিনি।
রিয়াল মাদ্রিদ বলতেই রামোসের মুখ মনে পড়ে ফুটবলভক্তদের। এই ক্লাবের হয়ে টানা ১৬ বছর খেলেছেন তিনি।
রিয়ালকে পাঁচবার লা লিগা, চারবার চ্যাম্পিয়নস ট্রফি, দুবার কোপা দেল রে, চারবার স্প্যানিশ সুপার কাপসহ তিনবার উয়েফা সুপার কাপ এবং চারবার ফিফা ক্লাব বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন।
লা লিগায় পাঁচবার সেরা ডিফেন্ডার নির্বাচিত হয়েছেন রামোস।