ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
জ্বলছে ফ্লাডলাইট কিন্তু বৃষ্টি থামাবে কে?
Published : Thursday, 17 June, 2021 at 2:41 PM
জ্বলছে ফ্লাডলাইট কিন্তু বৃষ্টি থামাবে কে? আকাশে কালো মেঘের ঘনঘটা থাকায় সকাল থেকেই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফ্লাডলাইট জ্বালিয়ে রাখা হয়েছে। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও খেলাঘর সমাজকল্যাণ সমিতির মধ্যকার দিনের প্রথম ম্যাচটি পুরোটাই হয়েছে ফ্লাডলাইটের আলোয়।

প্রাকৃতিক কারণে আলোক স্বল্পতায় ফ্লাডলাইট জ্বালিয়ে আলোর ব্যবস্থা করা গেলেও, বৃষ্টি থামানোর কোনো উপায় কারও হাতে নেই। ফলে দফায় দফায় থেমে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের খেলা।

বৃষ্টিতে আবাহনী লিমিটেড ও লেজেন্ডস অফ রূপগঞ্জের খেলা এখন বন্ধ। শেরে বাংলায় দুপুর ১টা ৫৯ মিনিটে শুরু হয়েছে বৃষ্টি। এর আগে প্রাইম ব্যাংক ও খেলাঘরের প্রথম খেলাতেও বৃষ্টি এসে বিঘ্ন ঘটিয়েছিল। সেই ম্যাচ পরে ২০ ওভারের বদলে ১০ ওভারে ছোট করা হয়।

এ ম্যাচে কী হবে? তা বলে দেবে সময়। তবে খেলা বন্ধ হওয়ার সময় পর্যন্ত লেজেন্ডস অফ রুপগঞ্জের সংগ্রহ ৬ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৫৮ রান।

বিতর্কের জন্ম দিয়ে আলোচনায় থাকা সাব্বির রহমান রুম্মন আবাহনীর তরুণ পেসার তানজিদ সাকিবের এক ওভারে একটি করে ছক্কা ও চার হাঁকিয়ে অপরাজিত রয়েছেন ২০ রানে (১৫ বলে)। আর ওপেনার জাকের আলি অপরাজিত ২৫ রানে।

আউট হয়েছেন মেহেদি মারুফ (৭ বলে ৮)। আবাহনীর বাঁহাতি পেসার মেহেদি হাসান রানার কৌণিক ডেলিভারিতে অনসাইডে তুলে মারতে গিয়ে মাঝ ব্যাটে করতে পারেননি মেহেদি। বল তার ব্যাটের বাইরের দিকের কোনায় লেগে চলে যায় থার্ডম্যানে।