প্রিমিয়ার টি-টোয়েন্টি লিগে বেশ কয়েকজন সেঞ্চুরির কাছাকাছি গেলেও তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগার ছুঁতে পারেনি কেউই। অবশেষে সেই মাইলফলক স্পর্শ করে দেখালেন ব্রাদার্স ইউনিয়নের ওপেনার মিজানুর রহমান। বৃহস্পতিবার বিকেএসপিতে শেখ জামালের বিপক্ষে ৬৫ বলে ১০০ রানের ইনিংস খেলেছেন তিনি। যদিও বৃষ্টির কারণে বৃথা গেছে তার সেঞ্চুরি।
মিজানুরের আগে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে টি-টোয়েন্টি ক্রিকেটে সেঞ্চুরি পেয়েছেন শাহরিয়ার নাফীস, মোহাম্মদ আশরাফুল, তামিম ইকবাল (৩টি), এনামুল হক, সাব্বির রহমান, নাজমুল হোসেন শান্ত (২টি), পারভেজ হোসেন ইমন ও নাইম শেখ।
বৃহস্পতিবার বিকেএসপির ৪ নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে দাপট দেখান ব্রাদার্সের ওপেনার মিজানুর। ১৩ চার ও ৩ ছক্কায় তার সেঞ্চুরি পূরণ করার পরই বৃষ্টি নামে। ১৭ ওভারে ২ উইকেট হারিয়ে ব্রাদার্সের সংগ্রহ ছিল ১৩৩ রান। মিজানুরের সঙ্গে আলাউদ্দিন বাবু ক্রিজে ছিলেন শূন্য রানে। এছাড়া ৩৪ বলে ২৫ রান করেন জাহিদুজ্জামান খান। বৃষ্টির বাগড়ায় পুরো ম্যাচটাই পণ্ড হয় পরে। এর ফলে দুই দল ১ পয়েন্ট করে ভাগাভাগি করেছে।
১১ ম্যাচে সব মিলিয়ে ১১ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে থাকা ব্রাদার্স রেলিগেশন এড়িয়েছে বেশ ভালোভাবে। অন্যদিকে আগেই সুপার লিগ নিশ্চিত করা শেখ জামাল ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে।
এদিকে বিকেএসপির তিন নম্বর মাঠে অনুষ্ঠিত প্রাইম দোলেশ্বর ও ওল্ড ডিওএইচএসের ম্যাচটিও পণ্ড হয়েছে। আগে ব্যাট করে ওল্ড ডিওএইচএস ১৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১০ রান সংগ্রহ করে। আনিসুল হক ইমন সর্বোচ্চ ২৮ রানের ইনিংস খেলেন। এরপর বৃষ্টির কারণে ম্যাচটি পণ্ড হলে দুই দল ১ পয়েন্ট করে ভাগাভাগি করেছে।
ম্যাচ পণ্ড হওয়াতে ক্ষতিগ্রস্ত হয়েছে ওল্ড ডিওএইচএস। ১১ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে রেলিগেশন ঠেকাতে পারেনি তারা। অন্যদিকে প্রাইম দোলেশ্বর সুপার লিগ নিশ্চিত করেছে আগেই। ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তারা আছে দ্বিতীয় স্থানে।