ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় দুই প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা
বশিরুল ইসলাম:
Published : Thursday, 17 June, 2021 at 3:57 PM, Update: 17.06.2021 5:20:54 PM
কুমিল্লায় দুই প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণাকুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের উপনির্বাচনে জেলা প্রশাসকের কার্যালয়ে  ১৫জুন মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ছিল।  যাচাই বাছাই শেষে দাখিলকৃত মনোনয়ন পত্রের মধ্যে আজ ১৭জুন  বৃহস্পতিবার দুই প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষনা করেছে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
আজ ১৭ জুন বৃহস্পতিবার সকাল ১০টায়  প্রার্থী, আইনজীবি, প্রস্তাবকারীসহ সকলের উপস্থিতিতে  বৈধ প্রার্থীর নাম ঘোষণা করা হয়।
কুমিল্লা-৫ আসনে বৈধ প্রার্থীরা হলো আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এড. আবুল হাসেম খান ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী জসিম উদ্দিন।
জানা যায়, পাঁচবারের নির্বাচিত সাংসদ আব্দুল মতিন খসরুর মৃত্যুতে শূন্য হওয়া কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) আসনের উপনির্বাচন আগামী ২৮ জুন অনুষ্ঠিত হবে। উপনির্বাচনে দলের টিকেট পেতে আওয়ামীলীগের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছিলেন ৩৫জন।  গত ১২জুন শনিবার বেলা ১১টায় আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ আসনে দলীয় প্রার্থী হিসেবে নির্বাচিত করা হয় ৬৬ বছর বয়সী  প্রবীণ নেতা বুড়িচং উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. আবুল হাসেম খানকে। ১৯৮৬ সালের পর, অর্থাৎ ৩৪ বছর পর এই আসনে আওয়ামীলীগ নতুন প্রার্থী দিল।
উল্লেখ্য, গত ১৪ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে মারা যান কুমিল্লা-৫ আসনের ৫বারের এমপি ও সাবেক আইনমন্ত্রী এডভোকেট আবদুল মতিন খসরু। মৃত্যুর এক সপ্তাহ পর ২২ এপ্রিল আসনটি শূন্য ঘোষণা করা হয়। এরপর গত ২জুন এ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ৪জুন থেকে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়। শুধুমাত্র আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন ৩৫জন নেতা। ১২জুন আওয়ামীলীগ নৌকা প্রতীকের চূড়ান্ত প্রার্থী ঘোষণা করে। ১৫ জুন ছিল মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন।  এদিকে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জসিম উদ্দিন দলের পক্ষ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তিনি ব্রাহ্মণাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট তার মনোনয়ন ফরম জমা দেন। দুই প্রার্থীর মনোনয়ন ফরম যাচাইবাছাই শেষে বৈধ হিসেবে ঘোষণা করে কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।