ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সাবেক সংসদ সদস্য খন্দকার আসাদুজ্জামানের স্ত্রী আর নেই
Published : Saturday, 19 June, 2021 at 1:30 PM
সাবেক সংসদ সদস্য খন্দকার আসাদুজ্জামানের স্ত্রী আর নেইটাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সাবেক সংসদ সদস্য মরহুম খন্দকার আসাদুজ্জামানের স্ত্রী কুলসুমজামান আর নেই।

শনিবার ভোর ৫টা ১০মিনিটে ঢাকা এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৮২) বছর। তিনি দীর্ঘদিন ধরে কিডনি সমস্যাসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

তিনি এক ছেলে খন্দকার মশিউজ্জামান রোমেল ও এক মেয়ে টাঙ্গাইল সংরক্ষিত মহিলা আসনের এমপি অপরাজিতা হকসহ অসংখ্য গুণগাহী রেখে গেছেন।

মরহুমার প্রথম জানাজা নামাজ গুলশান আজাদ মসজিদে ও টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নারুচি গ্রামে বাদ মাগরিব দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে।