Published : Sunday, 20 June, 2021 at 1:52 PM, Update: 20.06.2021 1:54:49 PM
দেশের নারী ফুটবলে গোলমেশিন হিসেবে পরিচিত সাবিনা খাতুন। গত বছরের নভেম্বরে গড়েছেন বাংলাদেশের প্রথম নারী ফুটবলার হিসেবে সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে ২৫০ গোলের রেকর্ড। এবার নতুন এক রেকর্ডে নাম লেখালেন তিনি।
রোববার দুপুরে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে সদ্যপুষ্কুরণী স্পোর্টিং ক্লাবের বিপক্ষে হ্যাটট্রিকের মাধ্যমে প্রথম নারী ফুটবলার হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে গোলের সেঞ্চুরি তথা ১০০ গোল করেন সাবিনা।
বসুন্ধরা কিংসের এই তারকা ফরোয়ার্ড ম্যাচটি শুরু করেছিলেন ৯৮ গোলে বসে। ম্যাচের প্রথমার্ধে দুই গোল করে শততম গোল পূরণ করেন তিনি। পরে দ্বিতীয়ার্ধে আরেক গোলের মাধ্যমে হ্যাটট্রিক করে নিজের রেকর্ড বাড়িয়ে ১০১ গোলে নিয়ে যান তিনি।
প্রিমিয়ার লিগের মাত্র চার মৌসুমেই একশ গোলের অনন্য রেকর্ডটি করেছেন সাবিনা। ২০১১ সালের আসরে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে ২৫ গোলের মাধ্যমে যাত্রা শুরু করেন তিনি। এরপর ২০১৩ সালে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সিতে করেন ২৮ গোল।
ধারাবাহিকতা বজায় রেখে প্রিমিয়ার লিগের গত আসরে বসুন্ধরা কিংসের হয়ে করেন ৩৫টি গোল। আর এবার চলতি লিগে এখনও পর্যন্ত ১৩ গোল করে নিজের গোলসংখ্যাকে ১০১-এ উন্নীত করলেন এ ফরোয়ার্ড।
সাবিনা এ রেকর্ডটি গড়েছেন জাতীয় নারী ফুটবল দলের প্রধান কোচ গোলাম রাব্বানি ছোটনের সামনেই। সাবিনারা যখন মাঠে খেলছিলেন তখন সাইডলাইনের বাইরে দাঁড়িয়ে খেলা ছিলেন গোলাম রাব্বানি ছোটন।