ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পর্শে একসঙ্গে প্রাণ গেল বাবা-ছেলের
Published : Sunday, 20 June, 2021 at 1:55 PM
ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পর্শে একসঙ্গে প্রাণ গেল বাবা-ছেলেরব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বিদ্যুৎস্পর্শ হয়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন মাও।

রোববার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার বাদৈর ইউনিয়নের হাতুড়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গোলাম মাওলা উপজেলার হাতুড়াবাড়ি এলাকার বাসিন্দা ও তার সাত বছরের শিশুসন্তান জুবায়ের।

কসবা থানার ওসি আলমগীর ভূঞা জানান, গোলাম মাওলা একজন শ্রমিক। নিজের জমানো টাকা দিয়ে সম্প্রতি একটি ফ্রিজ কেনার প্রস্তুতি নিচ্ছিলেন। এ কারণে ভোরে ঘরের মালামাল সরিয়ে ফ্রিজ রাখার জায়গা করছিলেন তিনি।

এ সময় ঘরের একটি স্টিলের আলমারিতে বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছিল। আলমারিটি সরাতে গেলে গোলাম মাওলা ও তার শিশুসন্তান জুবায়ের বিদুৎস্পর্শ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় তার স্ত্রী শামসুন্নাহার বিদ্যুৎস্পর্শ হয়ে গুরুতর আহত হন। তাকে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।