আহলে সুন্নাত ওয়াল জমা'আত ২নং বাকশীমূল ইউনিয়ন কমিটি গঠিত
Published : Monday, 21 June, 2021 at 12:00 AM
স্টাফ রিপোর্ট।। আহলে সুন্নাত ওয়াল জমা'আত কুমিল্লার বুড়িচং উপজেলার ২নং বাকশীমূল ইউনিয়ন শাখার কাউন্সিল অধিবেশন ১৯ জুন শনিবার বিকাল ৪ টায় কালিকাপুর আবদুল মতিন খসরু সরকারি কলেজ মিলনায়তনে কালিকাপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা কাজী মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বুড়িচং উপজেলা সাধারণ সম্পাদক কলামিস্ট গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবিরের উপস্থাপনায় অনুষ্ঠিত হয়। কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট উপজেলা সভাপতি ও ফকির বাজার ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা কাজী মোঃ আবুল বাশার আলকাদরী। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, আহলে সুন্নাত ওয়াল জমা'আত সমন্বয় কমিটি কুমিল্লার অন্যতম সদস্য ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কুমিল্লা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক জননেতা আলহাজ্ব মোঃ মাছুম বিল্লাহ মিয়াজী। বিশেষ অতিথি ছিলেন ফ্রন্টের জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মোঃ আমিনুল ইসলাম আকবরী, অর্থ সম্পাদক মোঃ তাবারুক হোছাইন মিয়াজী ও আহলে সুন্নাত ওয়াল জমা'আত বুড়িচং উপজেলা শাখার সহসভাপতি মাওলানা মোঃ আবদুল জব্বার পীর সাহেব। হাফেজ মাওলানা মোখলেছুর রহমান এর কোরআন তেলাওয়াত, মাওলানা আবদুল্লাহ আল ও হাফেজ মোঃ মহিউদ্দিনের নাতে রাসূল দঃ পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠিত কাউন্সিলে বক্তব্য রাখেন মাওলানা মোঃ আবদুল মান্নান, মাওলানা মোঃ তাজুল ইসলাম ভূইয়া, মাওলানা মোঃ মোস্তফা কামাল, মোঃ জসিম উদ্দিন মাষ্টার, মাওলানা মোঃ মুমিনুল ইসলাম আল কাদরী, মোঃ আবদুল মালেক( দারোগা), মাওলানা মোঃ মাহবুব রেজা আল কাদরী, মাওলানা মোঃ মোতাহের হোসেন, মাওলানা হাজী মোঃ আনোয়ার হোসেন, মোঃ গোলাম হাসান আল কাদরী, হাজী মোঃ হারুনুর রশিদ,মাওলানা মোঃ শাহিনুল ইসলাম, কারী মোঃ আবদুর রহিম, মাওলানা মোঃ রাকিব রেজা, মাওলানা কাজী ফরিদ উদ্দিন, কাজী ফখরুদ্দীন আহমদ, হাফেজ আমির হামজা, হাফেজ মোঃ মোশারফ হোসেন, মোঃ সাইদুর রহমান মিন্টু ও মোঃ শাহজাহান বাশার প্রমুখ।পরে, অধ্যক্ষ মাওলানা কাজী আবুল বাশারকে সভাপতি, মাওলানা কাজী মোঃ নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক, কলামিষ্ট গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবিরকে সহসাধারণ সম্পাদক ও মাওলানা মোঃ মাহবুবুর রহমান কে সাংগঠনিক সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট আহলে সুন্নাত ওয়াল জমা'আত বাকশীমূল ইউনিয়ন কমিটি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আলহাজ্ব মোঃ মাছুম বিল্লাহ মিয়াজী।