নাটোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩১ দশমিক ৫৫ শতাংশ। এছাড়া একইসময় করোনায় দুজনের মৃত্যু হয়েছে।
সোমবার (২১ জুন) সকালে নাটোরের সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, আরপিটিসিআর পরীক্ষায় ১১ জনের নমুনা পরীক্ষায় কোনো করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া যায়নি। তবে র্যাপিড অ্যান্টিজেন টেস্টে ১৭৬ জনের নমুনা পরীক্ষায় ৫৬ জন ও জিন এক্সপার্টে টেস্টে ৫৭ জনের নমুনা পরীক্ষা করে ২১ জনের করোনা শনাক্ত হয়েছে।
করোনায় মৃতরা হলেন, লালপুরের বালতিতা গ্রামের বয়ান দফাদারের ছেলে জামাত দফাদার (৮৮) ও নলডাঙ্গার নুড়িয়াগাছা গ্রামের টকচাদের ছেলে আব্দুর রহমান (৬০)।
এদিকে নাটোর হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন ৬২ জন। এ নিয়ে জেলায় করোনায় মোট আক্রান্ত ২ হাজার ৮২৭ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৫৬৬ জন। আর করোনায় মৃত্যু হয়েছে ৪১ জনের।
নাটোরের সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান বলেন, ‘সোমবার নাটোরে করোনায় আক্রান্তের সংখ্যা তুলনামূলকভাবে কম। এ অবস্থায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। নাহলে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিবে।’
উল্লেখ্য, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় নাটোর ও সিংড়া পৌর এলাকায় ৯ জুন থেকে ২২ জুন পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়।