হিলি স্থলবন্দরের বিভিন্ন মোকামে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ২-৩ টাকা। আমদানি করা পেঁয়াজের মান খারাপ হওয়ায় ও চাহিদা কমায় দাম কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। দু’দিন আগেও বন্দরে প্রতি কেজি পেঁয়াজ প্রকারভেদে ২৭ থেকে ৩০ টাকা দরে বিক্রি হলেও এখন তা কমে বিক্রি হচ্ছে ২৪-২৮ টাকা দরে। এদিকে দাম কমায় সাধারণ ক্রেতারা খুশি।
স্থলবন্দর ঘুরে দেখা গেছে, বন্দর দিয়ে নাসিক ও ইন্দোর এই দুই জাতের পেঁয়াজ আমদানি হচ্ছে। দুদিন আগেও বন্দরে প্রতি কেজি ইন্দোর জাতের পেঁয়াজ বিক্রি হয়েছে ২৭ টাকা কেজি দরে। বর্তমানে তা কমে ২৪ থেকে ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর নাসিক জাতের পেঁয়াজ ৩০ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে বিক্রি হচ্ছে ২৮ টাকা কেজি দরে।