ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগে শুভ সূচনা করেছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। শেখ জামালকে তারা ৬ উইকেটে হারিয়েছে।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নেমে প্রাইম দোলেশ্বরকে ১২৪ রানের লক্ষ্য দেয় নুরুল হাসান সোহানের শেখ জামাল। সেই লক্ষ্যে খেলতে নেমে ইমরানউজ্জামান ও সাইফ হাসান মিলে ৬৫ রানের জুটি গড়েন। ইমরান ২৪ বলে ২০ রান করে আউট হলেও সাইফ হাসান ম্যাচজয়ী ইনিংস খেলেন। ৩৩ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৬০ রানের ইনিংস উপহার দেন সাইফ। এই ইনিংসই মূলত জয়ের মঞ্চ গড়ে দেয় প্রাইম দোলেশ্বরের। শেষ পর্যন্ত ফজলে মাহমুদ (২১), মার্শাল আইয়ুব (১২), শামিম হোসেন (৫*) ও শরিফউল্লাহর (৫*) অবদানে ১৪ বল হাতে রেখে ৪ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে প্রাইম দোলেশ্বর।
সোহরাওয়ার্দী শুভ ও মোহাম্মদ আশরাফুল দুটি করে উইকেট নিয়েছেন।
এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে রেজাউর রহমান ও শফিকুল ইসলামের বোলিং নৈপুণ্যেই ১২৩ রানে অলআউট হয় শেখ জামাল। দলের হয়ে সর্বোচ্চ ৪২ রানের ইনিংস খেলেন অধিনায়ক নুরুল হাসান। ২৪ বলে ৪ চার ও ২ ছয়ে তিনি নিজের ইনিংসটি সাজিয়েছেন। এছাড়া ইমরুলের ব্যাট থেকে আসে ২৪ রানের ইনিংস। বল হাতে দুই উইকেট নিলেও ব্যাটিংয়ে চার রানের বেশি করতে পারেননি সর্বকণিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান আশরাফুল।
রেজাউর রহমান ২৩ রান খরচায় তিনটি উইকেট নিয়েছেন। এছাড়া শফিকুল ইসলাম ১১ রানে নিয়েছেন দুটি উইকেট।