ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
হাসানুজ্জামানের ঝড় সামলে লিগে টিকে রইল ডিওএইচএস
Published : Monday, 21 June, 2021 at 2:13 PM
হাসানুজ্জামানের ঝড় সামলে লিগে টিকে রইল ডিওএইচএসচলতি ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম পর্বে একমাত্র দল হিসেবে কোনো ম্যাচ না জেতার বিব্রতকর নজির স্থাপন করেছে পারটেক্স স্পোর্টিং ক্লাব। তবে রেলিগেশন লিগের প্রথম ম্যাচেই তারা জাগিয়েছিল প্রথম জয়ের সম্ভাবনা। কিন্তু সেঞ্চুরিয়ান হাসানুজ্জামানের বিদায়ের পর আর অধরা জয়ের বন্দরে যেতে পারেনি তারা।

ম্যাচে আগে ব্যাট করে চলতি আসরের রেকর্ড ১৯৯ রানের রেকর্ড সংগ্রহ দাঁড় করায় ওল্ড ডিওএইচএস স্পোর্টিং ক্লাব। জবাবে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ে জয়ের সম্ভাবনা জাগান হাসানুজ্জামান। তিনি আউট হওয়ার পর ২৩ রানে ম্যাচটি হেরে গেছে পারটেক্স।

এ জয়ের ফলে অবনমন এড়ানোর আশা বাঁচিয়ে রাখল ডিওএইচএস। রেলিগেশন লিগের জয়সহ ১২ ম্যাচে তাদের পয়েন্ট এখন ৮। লেজেন্ডস অব রুপগঞ্জের বিপক্ষে লিগের শেষ ম্যাচটি জিততে পারলেই প্রিমিয়ার লিগে টিকে থাকবে তারা। অন্যথায় নেমে যেতে হবে দ্বিতীয় বিভাগে।

ডিওএইচএসের করা ১৯৯ রানের জবাবে খেলতে নেমে রানের খাতা খোলার আগেই ২ উইকেট হারায় পারটেক্স। ইনিংসের ২.২ ওভারে তাদের স্কোর ছিল ২ উইকেটে ১ রান। প্রথম ওভারে জোড়া আঘাত হানেন আব্দুল রশিদ। পরে তার করা তৃতীয় ওভারের শেষ চার বলে তিন চার ও এক ছয়ে ১৮ রান তুলে ঝড়ের শুরু করেন হাসানুজ্জামান।

রাকিবুল হাসানের করা পরের ওভারে পাঁচ চারের মারে ২১ রান তোলেন আব্বাস মুসা ও হাসানুজ্জামান। এ দুজনের উদ্বোধনী জুটিতে আসে ১০.৪ ওভারে ১০২ রান। ইনিংসের ১২তম ওভারে জুটি ভাঙেন রাকিবুল হাসান। আউট হওয়ার আগে ২৯ বলে ৩১ রান করেন আব্বাস মুসা।

তবে অন্যপ্রান্তে সাবলীল ছিলেন হাসানুজ্জামান। মাত্র ২৫ বলে ক্যারিয়ারের প্রথম ফিফটির পর সেটিকেই রূপ দেন প্রথম সেঞ্চুরিতে। দ্বিতীয় পঞ্চাশ অর্থাৎ ৫০ থেকে ১০০ রানে পৌঁছতে হাসানুজ্জামান খেলেছেন ২৩ বল। যেখানে ছিল ৩ চারের সঙ্গে ৪টি ছয়ের মার। একপর্যায়ে ৩৯ বলে ৮৯ রানে খেলছিলেন হাসানুজ্জামান।