ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
গ্রেফতারের সময় মারা গেলেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের সমালোচক
Published : Thursday, 24 June, 2021 at 7:19 PM
গ্রেফতারের সময় মারা গেলেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের সমালোচকনিরাপত্তা বাহিনীর গ্রেফতার অভিযানের সময় নিহত হয়েছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) কঠোর সমালোচক নিজার বান্নাত (৪৪)। বৃহস্পতিবার পিএ’র নিরাপত্তা বাহিনী গ্রেফতার করতে গেলে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে ডাক্তররা তাকে মৃত ঘোষণা করেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

দখলকৃত পশ্চিম তীরের একাংশ শাসন করা ফিলিস্তিনি কর্তৃপক্ষের কঠোর সমালোচনা করে আসছিলেন নিজার বান্নাত। পিএ ক্রমেই কর্তৃত্ববাদী ও মানবাধিকার লঙ্ঘনকারী হয়ে উঠছে বলে অভিযোগ করে আসছিলেন তিনি। এসব অভিযোগে পিএ’কে দেওয়া সহায়তা বন্ধ করতে পশ্চিমা দেশগুলোকে আহ্বান জানান তিনি।

এই বছরের বাতিল হওয়া সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছিলেন নিজার বান্নাত। বৃহস্পতিবার ভোরে তাকে গ্রেফতার করতে যায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিরাপত্তা বাহিনী। পরিবারের সদস্যরা জানিয়েছেন, পিএ’র ২৪ জনেরও বেশি কর্মকর্তা হেবরনে যখন তার বাড়িতে যায় তখন ঘুমিয়ে ছিলেন নিজার। পরে তাকে টেনেহিঁচড়ে ঘর থেকে বের করা হয় বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

মে মাসের শুরুতে পশ্চিম তীরের হেবরন শহরের বাড়িতে নিজার জান্নাতের বাড়ি লক্ষ্য করে গুলি, স্টান গ্রেনেড এবং টিয়ার গ্যাস ছোঁড়া হয়। ওই সময় বাড়িতে তার স্ত্রী ও সন্তানেরা ছিলেন। এই হামলার জন্য নিজার প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ পার্টিকে দায়ী করেন। কারণ হিসেবে তিনি দাবি করেন, ফাতাহ পার্টি নিয়ন্ত্রিত নিরাপত্তা বাহিনীর কাছেই কেবল টিয়ার গ্যাস ও স্টান গ্রেনেড রয়েছে।