ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বাটলারের ব্যাটে উড়ে গেল শ্রীলঙ্কা
Published : Thursday, 24 June, 2021 at 7:17 PM
বাটলারের ব্যাটে উড়ে গেল শ্রীলঙ্কাইউরো কাপ ও কোপা আমেরিকার সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল- এ তিন আয়োজনে বুদ বিশ্ব ক্রীড়াঙ্গন। এরই মাঝে শুরু হয়েছে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ। যেদিকে হয়তো নজর নেই ক্রিকেটপ্রেমীদের বড় একটি অংশের।

বুধবার রাতে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। কার্ডিফে যখন শুরু হয় ম্যাচটি, তখন একই সময় সাউদাম্পটনে চলছিল ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার ফাইনালের শ্বাসরুদ্ধকর শেষ মুহূর্ত। ফলে অনেকটাই আড়ালে পড়ে গেছে ইংল্যান্ড-শ্রীলঙ্কার ম্যাচটি।

এই ম্যাচে স্বাগতিকদের কাছে পাত্তাই পায়নি সফরকারিরা। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে মাত্র ১২৯ রান করেছিল শ্রীলঙ্কা। জবাবে জস বাটলারের দায়িত্বশীল ব্যাটিংয়ে মাত্র ২ উইকেট হারিয়ে ১৭ বল আগেই ম্যাচ জিতে নিয়েছে স্বাগতিক ইংল্যান্ড।

রান তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে মাত্র ৯.১ ওভারেই ৮০ রান যোগ করেন জেসন রয় ও জস বাটলার। ইনিংসের দশম ওভারে আউট হওয়ার আগে ২২ বলে ৩৬ রান করেন জেসন। তবে একপ্রান্ত আগলে রেখে দলকে জয়ের বন্দরে নিয়ে যান বাটলার।

ক্যারিয়ারের ১৩তম ফিফটিতে শেষ পর্যন্ত ৫৫ বলে ৬৮ রানে অপরাজিত থাকেন এ উইকেটরক্ষক ব্যাটসম্যান। তার ইনিংসে ছিল ৮ চার ও ১ ছক্কার মার। এছাড়া ডেভিড মালান ৭ রান করে আউট হন, জনি বেয়ারস্টো অপরাজিত থাকেন ১৩ রান করে।

এর আগে শ্রীলঙ্কার ইনিংসে স্পিন ঘূর্ণি চালান আদিল রশিদ। তার মায়াবী লেগস্পিনে ৪ ওভারে মাত্র ১৭ রান নিতে পেরেছে শ্রীলঙ্কা, বিপরীতে হারিয়েছে ২টি উইকেট। এছাড়া স্যাম কারানের শিকার সমান ২টি উইকেট। মার্ক উড, ক্রিস জর্ডান ও লিয়াম লিভিংস্টোনের ঝুলিতে গেছে ১টি করে উইকেট।

ব্যাট হাতে লঙ্কানদের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন দাসুন শানাকা। সাত নম্বরে নেমে ৩ চার ও ২ ছয়ের মারে ৪৪ বলে এ রান করেন তিনি। এছাড়া কুশল পেরেরা ২৬ বলে ৩০ ও দানুশকা গুনাথিলাকা ১৬ বলে ১৯ রান করেন। আর কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি।