ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
হেরোইনসহ নারী গ্রেফতার
Published : Thursday, 24 June, 2021 at 7:50 PM
হেরোইনসহ নারী গ্রেফতাররাজশাহীর গোদাগাড়ীতে সেলিনা বেগম (৫৪) নামে এক নারীকে হেরোইনসহ গ্রেফতার করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর রাজশাহীর সদস্যরা। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার ফরাদপুর এলাকা থেকে সেলিনাকে আটক করা হয়।

সেলিনা চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার হুজরাপুর রেলবাজার এলাকার লোকমান শেখের স্ত্রী। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর রাজশাহীর উপ-পরিচালক লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বেলা ১১টার দিকে একটি অটোরিকশায় সেলিনা বেগম চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী আসছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অটোরিকশাটি থামানো হয়। এরপর সেলিনার কাছে থাকা একটি ব্যাগ থেকে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় সেলিনার বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।