লিবিয়ায় ২৬ বাংলাদেশি নিহতের ঘটনার পরিপ্রেক্ষিতে দায়ের মানবপাচারের মামলায় অভিযুক্ত মোশাররফ হোসেনকে (৪২) হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করে আদেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত।
রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার (২৪ জুন) আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের আদালত এ আদেশ দেন।
আদালতে এদিন রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড.মো.বশির উল্লাহ। আসামিপক্ষে আইনজীবী গোলাম আব্বাস চৌধুরী দুলাল।
আদেশের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ।
তিনি জানান, ১৭ জুন মোশাররফকে জামিন দিয়েছিলেন হাইকোর্ট। সেই জামিন আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষে আপিল বিভাগে আবেদন করে। সে আবেদনের শুনানি নিয়ে চেম্বার জজ আদালত হাইকোর্টের আদেশ ৮ সপ্তাহের জন্য স্থগিত করে আদেশ দেন।
ইউরোপে অভিবাসনপ্রত্যাশী ২৬ বাংলাদেশি গত বছরের ২৮ মে লিবিয়ার মিজদাহ শহরে মানবপাচারকারীদের হাতে নিহত হন। একই ঘটনায় আহত হন আরও ১১ বাংলাদেশি। ওই ঘটনা নিয়ে দেশ-বিদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ ঘটনার পর মানবপাচারকারীদের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানাসহ দেশের বিভিন্ন থানায় ২৫টিরও বেশি মামলা হয়েছে।
গত বছরের ২৫ জুন তথ্য-প্রযুক্তি ব্যবহার করে হবিগঞ্জ সিআইডির সহকারী পুলিশ সুপার (এএসপি) শাহ মামুনের নেতৃত্বে মানবপাচারকারী চক্রের অন্যতম সহযোগী মোশাররফ হোসেনকে ফরিদপুরের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তার বাড়ি ফরিদপুরের নগরকান্দা উপজেলার পুরাইল গ্রামে।