ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দুয়েকদিনের মধ্যেই বিজয়ী ঘোষণা করা হবে হাসেম খানকে
‘নেতা-কর্মীরা আমার কাছথেকে বঞ্চিত হবে না’
Published : Friday, 25 June, 2021 at 12:00 AM, Update: 25.06.2021 12:44:11 AM
‘নেতা-কর্মীরা আমার কাছথেকে বঞ্চিত হবে না’সৌরভ মাহমুদ হারুন, বুড়িচং ||
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট আবুল হাসেম খানকে দুয়েকদিনের মধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হতে পারে। ২৪ জুন বৃহস্পতিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে কুমিল্লা জেলা প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ২০ জুন জাতীয় পার্টির প্রার্থী জসিম উদ্দিন মনোনয়ন প্রত্যাহারের আবেদন করেন। ফলে এ আসনের উপনির্বাচনে একমাত্র প্রার্থী হিসেবে আছেন শুধু আবুল হাসেম খান।
জানা গেছে, আওয়ামী লীগ প্রার্থী এড.আবুল হাসেম খান বৃহস্পতিবার নিজ আসনের নেতৃবৃন্দকে নিয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোঃ কামরুল হাসানের সাথে সাক্ষাত করতে আসেন। এসময় উপস্থিত সাংবাদিকদের জেলা প্রশাসক জানান, ২৪ জুন  প্রার্থীতা প্রতাহারের শেষদিনে কেবল একজনকেই প্রার্থী হিসেবে পাওয়া গেছে। বিষয়টি বিকেলেই আমরা নির্বাচন কমিশনকে জানিয়ে দেবো। এর তাকে এরপর তাকে একক প্রার্থী হিসেবে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হবে।
এদিকে একমাত্র্র প্রতিদ্বন্ধি প্রার্থীতা প্রত্রাহারের ঘোষনায় এড.আবুল হাসেম খান তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় দলের তৃণমুল পর্যায়ের নেতা-কর্র্মীদের মূল্যায়ন,মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের পাশাপাশি প্রয়াত এমপি,আ’লীগ প্রেসিডিয়াম সদস্য,সুপ্রীমকোর্ট বার আইনজীবি সমিতির সভাপতি অ্যাড.আব্দুল মতিন খসরু’র এই আসনের অসমাপ্ত কাজ সমাপ্তের অঙ্গীকার করেন।
হাসেম খান বলেন, আমি দলের তৃণমূল থেকে এপর্যায়ে উঠে এসেছি। আমার কাছ থেকে কখনো নেতা-কর্মীরা বঞ্চিত হবেনা ।  
এসময় ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সভাপতি হাজী মোঃ জাহাঙ্গীর খান চৌধুরী, সেক্রেটারি এড আব্দুল বারি, বুড়িচং উপজেলা আওয়ামী লীগ সেক্রেটারি ও উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার, অধ্যক্ষ আবু সালেক মোঃ সেলিম রেজা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এড রেজাউল করিম খোকন, বি পাড়া আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক মোঃ মনিরুল হক, ষোলনল ইউনিয়ন আওয়ামীলীগ সেক্রেটারি মোঃ সাইফ উদ্দিন মানিক, কুমিলা দক্ষিণ জেলা ছাত্র লীগের সভাপতি আবু তৈয়ব অপিসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গত ১৪ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান কুমিল্লা-৫ আসনের এমপি ও সাবেক আইনমন্ত্রী এডভোকেট আবদুল মতিন খসরু। মৃত্যুর এক সপ্তাহ পর ২২ এপ্রিল তার আসনটি শূন্য ঘোষণা করা হয়। এরপর ২ জুন এ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী ১৫ জুন মনোনয়নপত্র জমার শেষ দিনে এ আসনে মাত্র দুজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তারা হলেন-বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবুল হাসেম খাঁন ও ব্রাহ্মণপাড়া উপজেলা জাতীয় পার্টির (জেপি) আহ্বায়ক জসিম উদ্দিন। ১৭ জুন সকালে মনোনয়নপত্র যাচাই-বাছাইয় শেষে উভয়ের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়। রোববার বিকেল সোয়া ৪টার দিকে জাতীয় পার্টির প্রার্থী জসিম উদ্দিন তার মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য আবেদন করেন।