ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে ৫ ছিনতাইকারী আটক
Published : Saturday, 26 June, 2021 at 12:00 AM
ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন স্থান থেকে দেশীয় অস্ত্রসহ ৫ ছিনতাইকারীকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। পুলিশেরর দাবি, আটকরা সবাই চিহ্নিত অপরাধী।
শুক্রবার ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত জেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় দুইটি ছুরি, ৩টি রাম দা, দুইটি রড ও একটি পাইপ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম।
আটকরা হলেন- জেলা শহরের কাউতলীর আবুল হোসেনের ছেলে রাজিব মিয়া (২৫), পূর্ব মেড্ডা সবুজবাগের কোরবান আলীর ছেলে সোহেল ডিপজল (২৩), সুহিলপুরের মীর হাটির ফজল মিয়ার ছেলে সোলেমান (২৩), কাউতলীর মৃত রেনু মিয়ার ছেলে মনির হোসেন ওরফে মাইনুদ্দিন (২১) ও সুহিলপুরের তেলীপাড়ার মৃত মালেক মিয়ার ছেলে সেলিম (২৫)।
সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী মাসুদ ইবনে আনোয়ার জানান, ‘মানুষের জানমাল নিরাপত্তায় সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে চিহ্নিত অপরাধীদের আটক করেছে। এই অভিযান অব্যাহত থাকবে।’