Published : Friday, 25 June, 2021 at 12:00 AM, Update: 25.06.2021 12:45:02 AM
তানভীর
দিপু: কুমিল্লায় একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১০৫ জন।
করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আরো ৪ জন। গত ২৪ ঘন্টায় জেলায়
শনাক্তের হার ২২ শতাংশ। জেলা সিভিল সার্জন কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক
পেইজে কুমিল্লায় করোনার সংক্রমণের এই আশংকাজনক তথ্য পাওয়া গেছে। নতুন
শনাক্ত ১০৫ জনের মধ্যে ৬২ জন কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার। এছাড়া যে ৪
জন মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ২জন কুমিল্লা সিটির এবং ২ জন বরুড়ার। এর
মধ্যে ১৭ বছর বয়সী এক তরুনীও রয়েছে। কুমিল্লায় করোনা ভাইরাসের এই সংক্রমণের
পরিসংখ্যানে আশংকা প্রকাশ করেছেন জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। ‘কুমিল্লায় এখনই লকডাউন নয়’ বলে
জানিয়ে জেলাপ্রশাসক জানান, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। জাতীয় ভাবে কোন
ঘোষণা আসলে-সেটা ভিন্ন কথা। তবে স্বাস্থ্যবিধি মানাতে আরো কঠোরভাবে মোবাইল
কোর্ট পরিচালনা করা হবে। সাধারণ মানুষকে সচেতন করার চেষ্টা করা হচ্ছে।
জেলা
স্বাস্থ্যবিভাগের দেয়া তথ্য মতে, নতুন করে ৪ জনের প্রাণহানি নিয়ে জেলায়
মোট মৃত্যুর সংখ্যা ৪৬৩। বেশিরভাগই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে
চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারাচ্ছেন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের
করোনা ডেডিকেটেড ইউনিটের চিকিৎসকরা বলছেন, করোনায় আক্রান্ত হয়ে শেষ
মুহুর্তে রোগীরা এসে ভর্তি হচ্ছেন। যাদের বেশির ভাগই চিকিৎসা নেবার আগেই
মারা যাচ্ছেন।
কুমিল্লা জেলায় করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ১৩
হাজার ৬২৩ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১১ হাজার ৪৪৪ জন। এদিকে করোনা
পরিস্থিতি অবনতির দিকে যেতে থাকলেও কুমিল্লায় সাধারণ মানুষের মধ্যে এখনো
মারাত্মক অসচেতনতা। করোনার বাস্তবতা নিয়েও অনেকে করছেন হাসি ঠাট্টা।
বিভিন্ন শপিংমল বাজারে লোকে লোকারণ্য; মাস্ক ছাড়াই চলাচল করছেন অনেকে।
অন্যান্য স্বাস্থ্যবিধি নিয়ে অধিকাংশই উদাসীন। জেলা প্রশাসনের পরিচালিত
মোবাইল কোর্টে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি নিয়ে জরিমানা ও শাস্তি দেয়া
হলেও এসব গায়ে লাগছে না অসচেতনদের। তবে চিকিৎসকরা বলছে, অসচেতনতাই এখন
আতংকের কারন। সাধারণ মানুষ অসচেতন হলে পরিস্থিতি হবে ভয়ংকর।