ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবিদ্বার পৌরসভার উদ্যোগে  পথচারী  ও ব্যবসায়ীদের মাঝে মাস্ক বিতরণ
Published : Saturday, 26 June, 2021 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার।
কুমিল্লার দেবিদ্বার পৌরসভার উদ্যোগে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসাধারণ ও পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত করোনাভাইরাস সংক্রমণ রোধে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেবিদ্বার  পৌরসভার উদ্যোগে পৌর এলাকার পানবাজার, কাঁচা বাজারসহ বিভিন্ন পয়েন্টে মাস্ক বিতরণ করেন এবং জনসাধারণকে সতর্কতা অবলম্বন করে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা প্রধান করেন পৌর সচিব মো. ফখরুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন দেবিদ্বার পৌরসভার কর আদায়কারী মো. রাকিবুল ইসলাম, লাইব্রিয়ান মো. জাকির হোসেনসহ পৌরসভার কর্মচারীবৃন্দ। পৌর সচিব মো. ফখরুল ইসলাম সাংবাদিকদের জানান, করোনা ভাইরাসের ২য় দাপে সচেতনতার অভাবে এখনও অনেক মানুষ আক্রান্ত হচ্ছে, মারা যাচ্ছে।  মানুষকে সচেতন করতে দেবিদ্বার পৌরসভার উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে। আমরা চাই মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলুক।